শিবধামের চোখে আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে দেখুন! কি বলছেন গুরুদেব?ধামে আধ্যাত্মিক বিজ্ঞান গবেষণার ফলাফল
Автор: Shiv Dhaam Sarkar
Загружено: 2023-08-21
Просмотров: 5338
Описание:
শিবধামের চোখে আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে দেখুন! কি বলছেন গুরুদেব? শিবধাম আধ্যাত্মিক বিজ্ঞান গবেষণার ফলাফল
চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র হল রোগ উপশমের বিজ্ঞান কলা বা শৈলী। মানব শরীর এবং মানব স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে রোগ নিরাময় ও রোগ প্রতিষেধক বিষয়ে চিকিৎসা বিজ্ঞানে অধ্যায়ন করা হয় এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়।
সমসাময়িক চিকিৎসা বিজ্ঞানে স্বাস্থ্য বিজ্ঞান অধ্যয়ন, গৱেষণা, এবং সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ্যার ব্যবহার করে লব্ধ জ্ঞানের মাধ্যমে ঔষধ বা শল্য চিকিৎসার দ্বারা রোগ নিরাময় করার চেষ্টা করা হয়।ঔষধ বা শল্য চিকিৎসা ছাড়াও মনোচিকিৎসা (psychotherapy), কৃত্রিম অঙ্গ সংস্থাপন, আণবিক রশ্মির প্রয়োগ, বিভিন্ন বাহ্যিক উপায় (যেমন, স্প্লিণ্ট (Splint) এবং ট্রাকশন),জৈবিক সামগ্রি (রক্ত, অণু জীব ইত্যাদি), শক্তির অন্যান্য উৎস (বিদ্যুৎ, চুম্বক, অতি-শব্দ ইত্যাদি) ইত্যাদিরও প্রয়োগ করা হয়।
বিজ্ঞান কথার অর্থ একটি বিশেষ জ্ঞান ঠিক আধ্যাত্বিক চেতনার মত। তাই বর্তমান সমাজে বিজ্ঞানকে অস্বীকার করা যায় না। প্রত্যেকটি মানুষেরই যে আধ্যাত্মিক চেতনায় জ্ঞান থাকবে তার কোন মানে নেই। এর জন্য কঠিন সাধনা করতে হয়।প্রথমেই নিজেকে নিজে চিনতে হয় আমি কে? বাহ্যিক আবরণ দিয়ে নিজেকে কোনদিনই মহৎ বানানো যায় না। যারাই সিদ্ধ পুরুষ ছিলেন তাদের কোনদিনই বাহ্যিক আবরণের কোন বাহার ছিল না। কয়েকটি উদাহরণ দিচ্ছি যেমন যীশু খ্রীষ্ট,রামকৃষ্ণদেব,বামাক্ষ্যাপা, স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ আরো অনেক মহাপুরুষ ছিলেন। প্রকৃত যে সিদ্ধপুরুষ তাকে দেখলে বোঝাই যাবে না যে তার মধ্যে বিশেষ জ্ঞান লুকিয়ে আছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: