আদিত্য গ্রুপের আন্তর্জাতিক নারী দিবস পালন,,,,,,
Автор: jonorob media
Загружено: 2021-03-25
Просмотров: 8
Описание: জনরব মিডিয়া, মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবস। আদিত্য গ্রুপের আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন 24 মার্চ কলকাতা প্রেস ক্লাবে ক্রীড়া ক্ষেত্রে র মহিলা খেলোয়াড় দের। এদিন আদিত্য গ্রুপের এম ডি আদিত্য রোশনি বলেন মহিলাদের বিভিন্ন খেলার বিভাগের মহিলাদের জন্য বিশেষ প্রশিক্ষণ এর সুযোগ করে দিয়েছেন আদিত্য গ্রুপে।এর ফলে অনেক ক্ষেত্রেই মহিলা খেলোয়াড় নিজের পরিচয়ে পরিচিত হচ্ছেন। বিড়লা গ্রুপ আন্তর্জাতিক স্তরে শিক্ষা র সাথে সঠিক খেলাধুলা র প্রশিক্ষণ এর সুযোগ পেয়ে অলিম্পিক গেমস থেকে সোনা,রুপা নিয়ে আসছে। শুটার মেহুলী ঘোষ, আর্চার দোলা ব্যনারজী, ঋতু পাওয়ার, কোচ খেলো ইন্ডিয়ার মহিলা খেলোয়াড় দের সম্মান জানালেন । আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য জানান বারাসতের 30 acre campus cbsc এর অনুমোদন দেয়া ছাত্র-ছাত্রীদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল,এ্যথালেটিকস গ্রাউন্ড। তিনি আরো বলেন বিশ্বের দরবারে মহিলা খেলোয়াড় রা নিজের দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। রিপোর্টার শুক্লা গাঙ্গুলী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: