Tajdar-e-Haram | তাজদার-ই-হারাম | Sufi Conference 2022|Maizbhandari Academy|মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী
Автор: SZHM TRUST
Загружено: 2024-08-09
Просмотров: 369
Описание:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
১৮ নভেম্বর ২০২২ শুক্রবার:
সংঘাতমুক্ত শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকার নামই সুফি দর্শন
-মাইজভাণ্ডারী একাডেমির ৭ম জাতীয় সম্মেলন ২০২২-এর সমাপনী দিবসে বক্তারা।
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর সার্বিক ব্যবস্থাপনায় ও মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে ২ দিনব্যাপী ৭ম জাতীয় সুফি সম্মেলন ২০২২-এর সমাপ্ত।
আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেই সকল ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানই সুফিদের পরিভাষায় তাওহীদে আদ্ইয়ান হিসেবে পরিচিত যা আজ সংঘাতময় বিশ্ব পরিস্থিতিতে একান্ত প্রয়োজন। তাই সংঘাতমুক্ত শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকার প্রতি আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডারী একাডেমির ৭ম জাতীয় সুফি সম্মেলনের সমাপনী দিবসে বক্তারা।
১৮ নভেম্বর সকাল দশটায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এ দ্বিতীয় দিবসের কার্যক্রম শুরু হয়।
দ্বিতীয় দিবসের দুটি একাডেমিক সেশনে মোট ৯টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন চ.বি ইতিহাস বিভাগের অধ্যাপক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোঃ আনোয়ারুল ইসলাম শামীম ও সাদার্ণ ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর এম. মহি উদ্দিন চৌধুরী। ‘মাওলানা রুমি ও তার প্রেমদর্শন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চ.বি আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. হাফেজ মুহাম্মদ নুর হোসাইন, ‘সামাজিক শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সুফিদর্শন’ প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আনোয়ারুল্লাহ্ ভূঁইয়া, ‘সুফিবাদ ও ভারতীয় উপমহাদেশ’ প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী, ‘তাওহীদে আদ্ইয়ান: একক সৃষ্টিকর্তায় বিশ্বসীগণের ঐক্যের অনন্য তত্ত্ব’ প্রবন্ধ উপস্থাপন লেখক-গবেষক আবদুল্লাহ মোহাম্মদ ইকবাল, ‘সুফিবাদ: বর্তমান বৈশ্বিক সংকট নিরসনে সুফিদর্শনের ভূমিকা’ প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, ‘উপমহাদেশে শান্তি সম্প্রীতি সুরক্ষায় দরবেশগণের ভূমিকা’ প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এন্ড ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস কে এম আজিজুল ইসলাম, ‘বহুত্ববাদী সমাজে ন্যায়পরতা প্রতিষ্ঠায় সুফি খানবাহাদুর আহছানউল্লা’র প্রাসংগিকতা: একটি দার্শনিক পর্যালোচনা’ প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. একরাম হোসেন, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সুফিবাদ’ প্রবন্ধ উপস্থাপন করেন আল্লামা সৈয়দ মাসুম কামাল আল আজহারী, ‘দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত সুফি সাধক’ প্রবন্ধ উপস্থাপন করেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ আল্লামা মুহাম্মদ মহিউল হক। প্রবন্ধের উপর আলোচনা করেছেন ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. মিয়া মোহাম্মদ সেলিম, চ.বি ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, একই বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দিন, চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. নু ক ম আকবর হোসেন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ এবং লোকসংগীত গবেষক ও দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার।
সমাপনী সেশনে সুফিতাত্ত্বিক গবেষক ড. সেলিম জাহাঙ্গীর উপস্থাপন করেন ‘মাইজভাণ্ডারী গানে খোদাপ্রেম: একটি অণ্বিষ্ট পর্যবেক্ষণ’। এ সেশনে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম সিকান্দার খান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরওয়ার। প্রফেসর সিকান্দার খান বলেন, সুফিরা নিজের স্বার্থ বড় করে না দেখে নিঃস্বার্থভাবে পরোপকার করার শিক্ষা দিয়েছেন। এরপর মাইজভাণ্ডারী একাডেমির সদস্য আরেফিন রিয়াদের সঞ্চালনায় ‘সুফি সংগীত’ পরিবেশন করেন ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন সাংস্কৃতিক সংগঠন ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’র শিল্পীরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ.বি ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম প্রত্নতত্ব যাদুঘরের উপ-পরিচালক ড. মোঃ আতাউর রহমান, চ.বি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুরশিদুল আলম, একই বিভাগের প্রভাষক মোঃ জিবরান আলম, জামেয়া আহমাদয়িা সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক ড. মোঃ আবু তাহের, প্রকৌশলী কামালুর রহমান, প্রকৌশলী আজিজুর রহমান চৌধুরী, লায়ন আলহাজ্জ দিদারুল আলম চৌধুরী, আলহাজ্জ সিরাজুল মোস্তফা চৌধুরী, শেখ মুজিবুর রহমান বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ আলী আবরাহা দুলাল, সবশেষে ৭ম জাতীয় সুফি সম্মেলন ২০২২ উদযাপন পর্ষদ আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন সমাপনী ভাষণ ও ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর-এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সুফি সম্মেলন সমাপ্ত হয়।
ফেইসবুক লিংক:
https://www.facebook.com/szhmtrust?mi...
ইউটিউব লিংক:
/ @szhmtrust
#MaizbhandarSharif
#SyedMohammadHasanMaizbhandari
#ميجبهندارى #ميجبندار #ميجبندارى #التصوف #شريف #صوفي
#sufism #sufi #Bangladesh #BD #Tariqa #maizbhadari #ahlesunnahwaljamaah #Tarika #Tariqa #ahlesunnah #ahlulbayt #ahlussunnah #10Magh #22Chaitra
#26Ashwin #29Ashwin #10pous #urssfaqeer #ursshareef #urssharif
#bababhandari #Ziabababhandari #SZHMTRUST #rahbarealam #mawla
#সৈয়দ_মোহাম্মদ_হাসান_মাইজভাণ্ডারী
#সমৃদ্ধ_জাতি_গঠনে_সুফিদের_অবদান
#সমৃদ্ধ_জাতি_গঠনে_সুফিদের_অবদান
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: