🚫 নামাজ-রোজা করে ভাববেন না সব হয়ে গেছে! আল্লাহর কাছে কবুল হওয়াই আসল 🕋
Автор: FOR IN ONE
Загружено: 2025-09-19
Просмотров: 956
Описание:
🕌 অনেক সময় আমরা নামাজ, রোজা, দান-সদকা, এমনকি মসজিদ বা মাদ্রাসা বানানোর পর মনে করি—এবার বুঝি আমি জান্নাতের টিকিট নিশ্চিত করে ফেলেছি। কিন্তু সত্য হলো, আসল বিষয়টা হলো আল্লাহ আমাদের কোন আমল কবুল করলেন আর কোনটা ফিরিয়ে দিলেন।
💔 কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন:
“আল্লাহ শুধু মুত্তাকিদের আমল কবুল করেন।” (সূরা মায়িদা: ২৭)
তাহলে কি আমরা নিশ্চিত জানি আমাদের আমল কবুল হচ্ছে?
হয়তো আমার নামাজে খুশু-খুজু ছিল না।
হয়তো আমার রোজা রিয়া (দেখানোর জন্য) ভরে গেছে।
হয়তো দান করেছি, কিন্তু অহংকারে সব নষ্ট হয়ে গেছে।
হয়তো মসজিদ বানিয়েছি, কিন্তু উদ্দেশ্য ছিল নাম খ্যাতি।
---
🌟 মনে রাখবেন:
আমল **করেই গর্ব করা যাবে না**, আমল কবুল হওয়ার জন্য সর্বদা দোয়া করতে হবে।
আল্লাহর রহমত ছাড়া কারো জান্নাত নিশ্চিত নয়।
📖 রাসূল ﷺ বলেছেন:
“কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না।”
সাহাবারা জিজ্ঞেস করলেন:
“হে আল্লাহর রাসূল! আপনাকেও নয়?”
তিনি বললেন:
“আমাকেও নয়, যদি না আল্লাহ তাঁর রহমত ঢেলে দেন।” (বুখারি, মুসলিম)
---
⚠️ তাই সাবধান!
কাউকে জাহান্নামী বলে বিচার করবেন না, আর নিজের কিছু আমল দেখে ভাববেন না যে আমি তো অনেক কিছু করে ফেলেছি।
বরং আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কান্নাকাটি করুন, সেজদায় পড়ে বলুন:
“হে আল্লাহ, আমার সামান্য আমলগুলোকে কবুল করে নিন।”
---
🌱 আজ থেকে প্রতিজ্ঞা করুন:
1️⃣ নামাজ পড়ব, কিন্তু আল্লাহর কাছে কবুলের দোয়া করব।
2️⃣ রোজা রাখব, কিন্তু অহংকার করব না।
3️⃣ দান করব, কিন্তু বিনিময়ে মানুষের প্রশংসা চাইব না।
4️⃣ ভালো কাজ করব, কিন্তু সবটুকু আল্লাহর জন্য করব।
---
💡 দুনিয়ার বিচার মানুষ করবে, কিন্তু আখিরাতের বিচার কেবল আল্লাহ করবেন।
আমরা জানি না—আমার কোন ছোট্ট আমল আল্লাহ কবুল করবেন, আর কোন বড় আমল হয়তো বাতিল হয়ে যাবে। তাই অহংকার নয়, বরং বিনয় আর কান্নাই মুমিনের পথ।
━━━━━━━━━━━━━━━
👍 Like করুন
💬 Comment করুন
↗️ Share করুন
🔔 Subscribe করুন
━━━━━━━━━━━━━━━
📌 আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন:
✨👉 [Forinone-v9t Official Channel]( / @forinone-v9t ) 👈✨
oo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: