বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে খোয়াই বিদ্যুৎ নিগম কার্যালয়ে হামলা চালালো এলাকাবাসী ।
Автор: Maitreesambad
Загружено: 2023-05-22
Просмотров: 24
Описание: বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে বিদ্যুৎ নিগম কার্যালয়ে হামলা চালালো এলাকাবাসী। আক্রান্ত হল এক বিদ্যুৎ কর্মী। ঘটনা রবিবার রাতে আনুমানিক প্রায় এগারোটা নাগাদ খোয়াই বিদ্যুৎ নিগম কার্যালয়ে। গতকাল সন্ধ্যায় খোয়াই শহর ও তার আশপাশ এলাকায় ঝড়ো বাতাস এবং হালকা বৃষ্টিপাত হয়। আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়ে খোয়াই শহরের বিদ্যুৎ পরিষেবা। রাতে বিদ্যুৎ নিগমের সাথে ফোনে যোগাযোগ করা সত্ত্বেও কোন সদুত্তর না পাওয়ায় ক্ষুব্দ হয়ে পড়ে এলাকাবাসী। রাত ১১ টা নাগাদ খোয়াই দুর্গানগর এলাকার ৬০ থেকে ৭০ জন এলাকাবাসী একত্রিত হয়ে খোয়াই বিদ্যুৎ নিগম কার্যালয়ে এসে উপস্থিত হয়। সেখানে নিগমের কর্মকর্তাদের না পেয়ে কার্যালয়ে ভাঙচুর চালায় । এলাকাবাসীর হাতে আক্রান্ত হয় সজল সরকার নামেএক গ্রুপ ডি কর্মচারী। অন্য গ্রুপ ডি কর্মচারীরা জনতার রোশানল থেকে বাঁচতে অফিস ছেড়ে পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ সামান্য বৃষ্টি এবং বাতাস হলেই মুখ থুবরে পড়ে খোয়াই শহরের বিদ্যুৎ পরিষেবা। প্রায় সময় বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল হতে হয় শহরবাসীকে। এ ছাড়া যিনি বিদ্যুৎ নিগমে এসডিও হিসেবে কর্মরত রয়েছেন দেবেশ দেববর্মা তিনি প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন। মানুষ তাদের সমস্যা নিয়ে অফিসে গেলেও উনাকে প্রায়ই পাওয়া যায় না বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে ক্ষুভ পুঞ্জিভূত হচ্ছে। গতকালকের রাতের ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে অভিমত খোয়াই এর সচেতন মানুষের।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: