BTV School Debate 94 এ BAF Shaheen School Chattogram এর বিতার্কিক তানজিমা সুলতানা ও সৈয়দ নাজমুল কবির
Автор: শেফীনের সংগ্রহশালা - Shefin's Collection
Загружено: 2024-12-25
Просмотров: 208
Описание:
বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে অধ্যয়নরত বিতার্কিকদের অংশগ্রহনের সুযোগ রেখে BTV "জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা" আয়োজন করে আসছে ১৯৭৬ সাল থেকে । তবে স্কুলে অধ্যয়নরত বিতার্কিকদের অংশগ্রহণের সুযোগ তৈরী করার জন্য "BTV School Debate Competition" সম্ভবত: শুরু হয় ১৯৯২ সাল থেকে ।
আমরা বিটিভির স্কুল ডিবেট পাইনি । তবে দীর্ঘদিন যাবৎ বিটিভির ডিবেট কম্পিটিশনের জাজমেন্ট করতে গিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি BTV School Debate Competition এর জাজমেন্ট করারও সুযোগ হয়েছে অনেকবার ।
১৯৯৩ সালের এবং ১৯৯৪ সালের বাংলাদেশ টেলিভিশনের স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশের শতাধিক স্কুলের কয়েকশো বিতার্কিকের মধ্য থেকে একেক বছরের প্রতিযোগিতার ৬ জন করে দুই বছরের মোট ১২ জন বিতার্কিককে নিয়ে বারোয়ারি বিতর্ক অনুষ্ঠিত হয়েছিলো একসাথে দুই বছরের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিনে বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়ামে যেখানে প্রধান অতিথি হিসেবে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপস্হিত ছিলেন । ওই বারোয়ারি বিতর্কে সভাপতিত্ব করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রোফেসর এমাজউদ্দীন আহমেদ ।
১৯৯৩ সালের বিতর্ক প্রতিযোগিতার ৬ জন বিতার্কিকের জন্য বারোয়ারি বিতর্কের বিষয় ছিলো "কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা" আর ১৯৯৪ সালের বিতর্ক প্রতিযোগিতার ৬ জন বিতার্কিকের জন্য বারোয়ারি বিতর্কের বিষয় ছিলো " ইহার চেয়ে হতেম যদি " ।
সেই ১২ জন বিতার্কিকের একজন (১৯৯৩ সালের) ছিলো কুমিল্লা ক্যাডেট কলেজের ছাত্র ফাহাম আব্দুস সালাম যে বেশ কিছুদিন যাবৎ স্যোশাল মিডিয়ায় একটিভিস্ট হিসেবে বেশ পরিচিতি পেয়েছে । ফাহাম বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের জামাতা, এখন সে স্বপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে পড়াশুনা করে উচ্চশিক্ষার্থে অস্ট্রেলিয়ায় গমন করে তারপর থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণাধর্মী কাজে ফাহাম নিয়োজিত রয়েছে বলে শুনেছি ।
ওই ১২ জন বিতার্কিকের মধ্যে সবচাইতে আলোচিত ছিলো গভর্মেন্ট ল্যাবরেটরী স্কুলের ছাত্র এবং পরবর্তীতে আমাদের ঢাকা কলেজের ছোটভাই এবং ওই সময় অতি কম বয়সে বাংলাদেশ ডিবেট ফেডারেশন অর্থাৎ BDF এর জেনারেল সেক্রটারি ইমরান খান যে পরবর্তীতে আমেরিকায় বিজনেসে আন্ডারগ্র্যাড করে এখন আমেরিকায় বসবাসরত বাংলাদেশী তরুনদের মধ্যে সবচাইতে আলোচিত বিজনেস আইকন হিসেবে বহুল পরিচিত । শোনা যায়, চাইনিজ জায়েন্ট আলিবাবাকে আমেরিকার স্টক মার্কেটে সফলভাবে প্রতিষ্ঠিত করেছিলো ইমরান খান । ইমরান এখন স্ন্যাপচ্যাটের চীফ বিজনেস স্ট্র্যাটেজি অফিসার এবং অন্যতম শেয়ারহোল্ডার ।
আরেকজন ছিলো হলিক্রস স্কুলের ছাত্রী নবনীতা চৌধুরী যে এখন বাংলাদেশের আলোচিত গনমাধ্যম ব্যক্তিত্ব । ছোটবেলা থেকেই নবনীতা নাচ, গান, আবৃত্তি, বিতর্ক, লেখালেখিতে অনেক প্রতিভাবান ছিলো । ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে পরবর্তীকালে লন্ডন ইউনিভার্সিটির স্কুল অফ ইকোনমিক্স থেকে উচ্চশিক্ষা গ্রহন করে বাংলাদেশে ফিরে নবনীতা বাংলাদেশে ব্র্যাকের একজন পরিচালক হিসেবে কাজ করছে এবং সঙ্গীতশিল্পী, সংবাদপাঠিকা, TV Show Host হিসেবে কাজ করছে । ১৯৯৭(৯৫-৯৭) সালে আমাদের দল বুয়েটের ডঃ এম এ রশীদ হল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় (বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা) ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি যখন বুয়েটের লেভেল-৩, টার্ম-১ এ পড়ি সেসময় নবনীতা আমাদের চ্যাম্পিয়ন দলের তিনজন বিতার্কিকের ইন্টারভিউ নিয়ে তৎকালীন সবচাইতে জনপ্রিয় জাতীয় দৈনিক "ভোরের কাগজে" ছেপেছিলো ভোরের কাগজের রিপোর্টার হিসেবে । তখনো "প্রথম আলো" প্রতিষ্ঠিত হয় নাই । প্রথম আলো এখন যে লেভেলে আছে, তখন ভোরের কাগজ সেই লেভেলে ছিলো । নবনীতা তখন সম্ভবত: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র প্রথম বর্ষে ভর্তি হয়েছিলো বা হবে ।
আরেকজন ছিলো বিএএফ শাহীন স্কুল চট্টগ্রামের সাইয়েদ নাজমুল কবির যে পরবর্তীকালে বুয়েটে ভর্তি হয়েছিলো । সেই হিসেবে আমার বুয়েটিয়ান ছোট ভাই যদিও সম্ভবতঃ আমি বুয়েট থেকে বের হবার পর সে বুয়েটে এনরোল করেছিলো । নাজমুলদের করা বিভিন্ন আন্ত:বিশ্ববিদ্যালয়/আন্ত:হল/আন্ত:অনুষদ বিতর্ক প্রতিযোগিতায় আমি জাজমেন্টও করেছি বিভিন্ন সময়ে বুয়েট থেকে পাশ করার পরে বুয়েটে গিয়ে বুয়েটের অডিটোরিয়ামে । সেই স্মৃতি থেকে থেকে নাজমুলের কথা মনে পড়ছে ।
আর তানজিমা সুলতানা নামে বিএএফ শাহীন স্কুলের একটি মেয়ে ছিলো ওই ১২ জনের মধ্যে যে পরবর্তীতে বুয়েটে ভর্তি হয়েছিলো বোধহয় আমরা বুয়েটে থাকার শেষের দিকে । কিন্তু বুয়েটে আসার পরে সে আর বিতর্কে জড়িত ছিলো না ব'লে তার সাথে আমার বুয়েট লাইফে পরিচয় হয় নাই ।
১২ জনের মধ্যে অন্য আরও যে ৭ জন ছিলো, তাদের কারো সাথে কোথাও আমার কখনো দেখা হয়েছিলো কি-না তা মনে করতে পারছি না বা তারা কে এখন কোথায় কি করছে তা আমার জানা নেই ।
আনোয়ার পারভেজ শেফীন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: