শেকড় প্রযুক্তির ছাদকৃষি যেভাবে করবেন
Автор: Praner Mati
Загружено: 2025-10-13
Просмотров: 230
Описание:
যে গাছের শেকড়ের জন্য যতটুকু মাটি প্রয়োজন, সেই পরিমাণ মাটি ব্যবহার করে ড্রামে বা টবে না বেড করে চাষের অভিনব পদ্ধতির নামই হলো শেকড় প্রযুক্তির ছাদ কৃষি। এই প্রযুক্তিতে বাড়ির ছাদে লাউ, মিষ্টিকুমড়া, বাঁধাকপি, বরবটি, পেঁয়াজ, রসুন, আমড়া, শিম, লেবু, ড্রাগন, কাঁচা মরিচে ভরপুর। শেকড় প্রযুক্তির মাধ্যমে ছাদে বাণিজ্যিক ভিত্তিতে এই চাষাবাদ করে বাজিমাত করেছেন যশোরের কৃষিবিদ ইবাদ আলী। তিনি যশোর শহরের অদূরে হামিদপুরে বসতবাড়ির তিন তলার ছাদে এই ছাদ কৃষি গড়েতুলে সাড়াজাগিয়েছন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফুড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী কৃষিবিদ ইবাদ আলী বর্তমান সরকারি চাকরিতে আছেন। শেকড়ের গঠন ও বিন্যাস অনুযায়ী মাটি, পানি, বায়ু, আলো ও খাবারের (সার) সঠিক ব্যবহারে গবেষণার ফসল হলো তার এই শেকড় প্রযুক্তির ছাদ কৃষি। এতে তিনি পরিবারের সবজি ও মসলার চাহিদা পূরণ করে কিছু বিক্রিও করেন। শেকড় প্রযুক্তি নিয়ে কৃষিবিদ ইবাদ আলী একটি বইও লিখেছেন।
#ছাদকৃষি #কৃষিবিদ_ইবাদ_আলীর_ছাদকৃষি #farming #যশোর #agriculture #কৃষি #farmer #food #যশোর #মাটি #মাটিরপ্রাণ #gardening #কৃষক #হামিদপুর #কপি #ফুলকপি #বাঁধাকপি #কুমড়া #লাউ #মরিচ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: