কে পাবে রানির কোহিনূর হীরার মুকুট? Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2022-09-09
Просмотров: 36060
Описание:
কোহিনূর। নামেই যার দ্যুতি ছড়ায়। বিশ্বের সবচেয়ে দামি হিরেটি পাওয়ার স্বপ্ন দেখেনি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ভাগ্যচক্রে মহামূল্যবান, ঔজ্জ্বল্যময় হীরক খণ্ডের অধিকারী এককভাবেই ব্রিটিশ রাজপরিবারের। আজ সেই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কারণ যার মাথায় এতোদিন এই হীরেটি শোভা পাচ্ছিলো, সেই মানুষটি আজ আমাদের মাঝে নেই। প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। আর তার মৃত্যুর পরই যে বিষয়গুলো নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে তার একটি হলো কার মাথায় উঠবে রানির মুকুট। যে মুকুটে বসানো আছে ১০৫.৬ ক্যারেটের কোহিনূর হীরা।
নিয়ম অনুসারে রানির মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে বসতে যাচ্ছেন তার বড় ছেলে যুবরাজ চার্লস। যার বয়স ৭৩ বছর। এর আগে চলতি বছরের শুরুতেই রানি এলিজাবেথ ঘোষণা করেন, তার মৃত্যুর পর কুইন কনসর্ট হবেন যুবরাজ চার্লসের স্ত্রী। তাই স্বাভাবিকভাবেই চার্লস সিংহাসনে বসা মাত্রই, স্ত্রী ক্যামিলার মাথায় উঠবে সেই কোহিনূর বসানো মুকুট।
জানা যায়, এই মুকুট ছিল রানি এলিজাবেথের মায়ের। ১০৫.৬ ক্যারেটের এই কোহিনূর হীরার জন্মস্থান ভারত। চতুর্দশ শতাব্দীতে ভারতে সন্ধান মেলে এই হীরার। তারপর বহু হাত পাড়ি দিয়ে পৌঁছায় ব্রিটেনের রাজপ্রাসাদে।
১৮৪৯ সালে পাঞ্জাব অধিকার করে ব্রিটিশরা। তখনই কোহিনূর হস্তান্তরিত হয় রানি ভিক্টোরিয়ার কাছে। সেই থেকে ব্রিটেনের শাসকদের শোভা বাড়িয়ে আসছে এই হীরা।
copyright © A BIJOY TV Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: