জানেন, ঠিক কত টাকার মালিক সুপারস্টার দেব?
Автор: anandabanglaupdate
Загружено: 2025-01-23
Просмотров: 25
Описание:
মুম্বাইয়ের বস্তিতে ছোট্ট ঘরে মানুষ হওয়া সেই ছেলেটাই আজ কলকাতার হাইপ্রোফাইল এরিয়া আরবানার সুবিশাল পেন্টহাউসের মালিক। কোনও রূপকথার থেকে কম নয় টলিউড সুপারস্টার দেবের জীবন। শুধু বিলাসবহুল বাড়িই নয়, তার দামি দামি গাড়ি ও ঘড়ির কালেকশন দেখলেও ঘুরে যাবে মাথা। কত সম্পত্তির মালিক দেব? শুনলে তাক লেগে যাবে।
বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল তারকা দেব। অভিনেতা তথা প্রযোজক, উভয় ক্ষেত্রেই দারুণ সফল দেব। তার হাত ধরেই একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা সিনেমা। তার নিজের জীবনটাও সিনেমা থেকে কম কিসের? ছোটবেলায় মুম্বাইতে একটি বস্তিতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। তার বাবার ছিল ক্যাটারিংয়ের ব্যবসা। শুটিং সেটে খাবার সরবরাহ করতেন তিনি। কম বয়সে দেবও যোগ দিয়েছিলেন বাবার সেই ব্যবসায়। বাবা-ছেলে মিলে তারকাদের এঁটো বাসন ধুতেন। ঘর মুছতেন। দেব নিজেও বাবাকে সাহায্য করতেন এসব কাজে।
তবে সময় যেকোনও মানুষের ভাগ্য বদলে দিতে পারে। কঠোর পরিশ্রম অধ্যাবসায় ও নিষ্ঠার সঙ্গে কোনো কাজ করলে সফলতা যে আসবেই তার উৎকৃষ্ট উদাহরণ দেব। ছোটবেলায় একবার সঞ্জয় দত্তের গাড়ি ছুঁয়ে ফেলেছিলেন বলে ড্রাইভার তার উপর চিৎকার করেছিলেন। সেই দেব আজ নিজেই থাকেন কলকাতার সব থেকে দামী এলাকা আরবানার তিন নম্বর টাওয়ারের একটি পেন্টহাউজে। যেখানে ছাদেই রয়েছে বিশাল সুইমিংপুল। বাড়ির ভেতরে রয়েছে থিয়েটার রুম। দামি দামি জিনিস দিয়ে সাজানো সেই বাড়ির ভেতরটা দেখলে চোখ সরানো যাবে না। বাবা এবং মাকে নিয়ে এখন সেই বাড়িতেই থাকেন দেব। এখন সেই আরবানার দাম কয়েক কোটি টাকা। তাহলে এখন কত সম্পত্তির মালিক দেব?
দেবের মোট সম্পত্তির পরিমাণ কত তা জানা গিয়েছিল ২০২৪ সালে লোকসভা ভোটে নমিনেশন পেশ করার সময়। হিসেব অনুসারে ২০২২-২৩ সালে ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার টাকা আয় করেছিলেন দেব। আর তার বিনিয়োগ করা মোট অর্থের পরিমাণ ছিল ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা। তার ঘড়ির কালেকশন দেখলে তাক লেগে যাবে। মোট ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার ঘড়ি আছে তার কাছে। এখন যে গাড়িটি তিনি ব্যবহার করছেন তার দাম ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার।
এছাড়া আরবানার পেন্টহাউস ছাড়াও দেবের কাছে রয়েছে আরও দুটি ফ্ল্যাট। এর মধ্যে একটি সাউথসিটির ৫ নম্বর এবং অপরটি ৪ নম্বর টাওয়ারে রয়েছে। সাউথ সিটির একটি ফ্ল্যাট ভাড়াতে দিয়েছেন দেব যেখান থেকে বছরে ১৮ লক্ষ ৪০ হাজার টাকা ভাড়া পান তিনি। আর তিনি আরবানার যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাট তৈরিতে ১ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ১০০ টাকা খরচ হয়েছিল তার।
প্রসঙ্গত উল্লেখ্য, দেব প্রথমে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন। ২০০৬ সালে মুক্তি পাওয়া 'অগ্নিশপথ' সিনেমার মাধ্যমে তিনি টলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। যদিও এই সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব একটা সফল হয়নি, তবুও দেবের অভিনয় দর্শকদের নজর কাড়ে।
২০০৭ সালে মুক্তি পাওয়া 'আই লাভ ইউ' সিনেমা দেবের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর একে একে 'চ্যালেঞ্জ', 'পাগলু', 'খোকাবাবু', 'পারব না আমি ছাড়তে তোকে' এবং 'ককপিট', "গোলন্দাজ" এর মতো সুপারহিট সিনেমা দিয়ে দেব দর্শকদের মন জয় করেন। তার নাচ, অ্যাকশন এবং রোমান্টিক অভিনয় তাকে টলিউডের হার্টথ্রব বানিয়ে তোলে। সম্প্রতি দেবের খাদান সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: