দুনিয়ার জীবনের পরীক্ষা
Автор: Dawat ilalallah official
Загружено: 2025-02-20
Просмотров: 36
Описание:
১. "জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহংকার এবং ধন ও সন্তানের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়।" (সূরা আল-হাদীদ, ৫৭:২০)
২. "পার্থিব জীবন ছলনাময়ী ভোগ ব্যতীত অন্য কিছু নয়।" (সূরা আলে ইমরান, ৩:১৮৫)
৩. "ধন-সম্পদ ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা এবং স্থায়ী সৎকর্ম তোমার রবের কাছে প্রতিদান ও প্রত্যাশার জন্য উত্তম।" (সূরা আল-কাহফ, ১৮:৪৬)
৪. "মানুষের জন্য শোভিত করা হয়েছে নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণ-রূপা, চিহ্নিত অশ্ব, গবাদি পশু ও শস্যক্ষেত্র। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহ, তাঁর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল।" (সূরা আলে ইমরান, ৩:১৪)
৫. "তাদেরকে পার্থিব জীবনের উপমা দাও। তা পানির ন্যায়, যা আমি আকাশ থেকে বর্ষণ করি, যা দ্বারা ভূমির উদ্ভিদ ঘন হয়, অতঃপর তা এমন শুষ্ক হয় যে, বাতাস উড়িয়ে নেয়। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।" (সূরা আল-কাহফ, ১৮:৪৫)
৬. "তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ পরকাল উৎকৃষ্ট ও স্থায়ী।" (সূরা আল-আ'লা, ৮৭:১৬-১৭)
৭. "তাদের জন্য পার্থিব জীবনেও শাস্তি রয়েছে এবং পরকালের শাস্তি তো আরো কঠিন। আল্লাহর কবল থেকে তাদেরকে রক্ষাকারী কেউ নেই।" (সূরা আর-রাদ, ১৩:৩৪)
৮. "যে পরকালের ফসল কামনা করে, আমি তার জন্য তার ফসল বৃদ্ধি করে দেই এবং যে দুনিয়ার ফসল কামনা করে, আমি তাকে তা থেকে কিছু দেই; কিন্তু পরকালে তার জন্য কোনো অংশ নেই।" (সূরা আশ-শুরা, ৪২:২০)
৯. রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "দুনিয়ার জীবন পরকালের তুলনায় তোমাদের কারো আঙ্গুল সমুদ্রে প্রবেশ করালে তা যতটুকু পানি নিয়ে আসে ততটুকুই।" (সহীহ মুসলিম)
১০. রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত।" (সহীহ মুসলিম)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: