মধুটিলা ইকো পার্ক | নাকুগাঁও স্থলবন্দর | শেরপুর ভ্রমণ
Автор: TonNipun Vlog
Загружено: 2024-09-26
Просмотров: 296
Описание:
মধুটিলা ইকোপার্ক
শেরপুর জেলা থেকে ৩০ কিলোমিটার দূরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁওয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে মধুটিলা ইকো পার্ক (Madhutila Eco Park) এর অবস্থান। মধুটিলা ইকোপার্কে শোভাবর্ধনকারী ও বিরল প্রজাতির বৃক্ষের বনায়নের পাশাপাশি আছে বিশ একরের ঔষধি বৃক্ষের বনায়ন। এছাড়া রয়েছে রেস্ট হাউজ, বাসগৃহ, বিভিন্ন বন্যপ্রাণীর ভাস্কর্য বা প্রতিকৃতি, পর্যবেক্ষণ টাওয়ার, আকর্ষণীয় রাইড, স্টার ব্রিজ, ক্যান্টিন, মিনি চিড়িয়াখানা, কার পার্কিং এবং বসার স্থান। মধুটিলার লেকে ঘুরে বেড়ানো জন্য ৫ টি দেশীয় নৌকা ও ৩টি প্যাডেল বোট রয়েছে। সবুজের সমারোহ আর পাহাড়ের হাতছানিতে প্রতি বছর সারাদেশ থেকে সৌন্দর্য্য প্রিয় মানুষ মধুটিলায় বেড়াতে আসেন। মধুটিলা ইকোপার্কের খুব কাছেই রয়েছে গজনী অবকাশ কেন্দ্র, হাতে সময় থাকলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন।
মধুটিলায় দিনে বেলা ব্যবহারের জন্য ভ্রমণকারীদের জন্য রয়েছে মহুয়া রেস্টহাউস। তবে এখানে রাত্রিযাপন করা যায় না এবং রেস্টহাউস ব্যবহার করতে চাইলে শেরপুর ডিসি অফিস থেকে অনুমতি নিতে হয়।
খরচ
মধুটিলা ইকোপার্কে প্রবেশ টিকেটের মূল্য জনপ্রতি ২০ টাকা। ওয়াচ টাওয়ারে উঠার ফি জনপ্রতি ১০ টাকা। বিভিন্ন রাইডের টিকেট মূল্য ২০-৪০ টাকা।
মধুটিলা ইকো পার্ক থেকে ঘুরে আপনারা চলে যেতে পারেন নাকুগাঁও স্থলবন্দরে।
মধুটিলা থেকে এটি মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত।
আমরা বাইক দিয়ে ভ্রমণটি করেছি এক্ষেত্রে সময় ময়মনসিংহ থেকে প্রতি বাইকে ৫০০ টাকার অকটেন ভরে নিয়েছি আর জন প্রতি খাবারের জন্য ১০০/- খরচ হয়েছে।
অর্থাৎ আমাদের জনপ্রতি গড়ে ৪০০/- খরচ হয়েছে।
#madhutila
#modhutila
#nakugau
#sharpur
#travel
#travelvlog
#tonnipun
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: