মহম্মদ ( স: ) এর কোন জীবনী বা সীরাত গ্রন্থ পড়বেন?
Автор: Abu Taiyeb Abdullah
Загружено: 2025-10-30
Просмотров: 187
Описание:
আপনি একাধিক সিরাত গ্রন্থ পড়তে পারেন, যার মধ্যে সীরাতে ইবনে ইসহাক একটি ঐতিহাসিক ও প্রাথমিক গ্রন্থ এবং আর-রাহীকুল মাখতূম আধুনিক যুগের একটি বহুল পঠিত গ্রন্থ। এছাড়া বাংলায় লেখা ভালো গ্রন্থগুলোর মধ্যে সীরাতে মোস্তফা এবং বিস্ময়কর জীবন (বইয়ের নাম "সীরাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" বা "যেমন ছিলেন তিনি") উল্লেখযোগ্য।
প্রস্তাবিত কিছু সিরাত গ্রন্থ:
সীরাতে ইবনে ইসহাক: এটি সিরাত বিষয়ক প্রথম প্রাতিষ্ঠানিক গ্রন্থ হিসেবে স্বীকৃত এবং সীরাত সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎস।
আর-রাহীকুল মাখতূম (The Sealed Nectar): সফিউর রহমান মোবারকপুরী রচিত এই গ্রন্থটি আধুনিক যুগে আরবি ও উর্দুতে লেখা একটি অন্যতম সেরা সিরাত গ্রন্থ হিসেবে বিবেচিত হয়।
সীরাতে মোস্তফা: গোলাম মোস্তফা রচিত এই বইটি নবীজির জীবনের সম্পূর্ণ ঘটনার সুবিন্যস্তভাবে তুলে ধরেছে।
সীরাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (দুই খণ্ড): রেইনড্রপস পাবলিকেশনস থেকে প্রকাশিত এই গ্রন্থটি দুই খণ্ডে নবীজির জীবন নিয়ে আলোচনা করে।
যেমন ছিলেন তিনি: শায়খ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ রচিত এই গ্রন্থটিও একটি গুরুত্বপূর্ণ সিরাতগ্রন্থ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: