ফ্যামিলি নিয়ে আসা কতটুকু নিরাপদ "বোটানিক্যাল গার্ডেন মিরপুরে"।। Botanical garden Mirpur 2025
Автор: Explore With Dev
Загружено: 2025-06-20
Просмотров: 345
Описание:
জাতীয় উদ্ভিদ উদ্যান (National Botanical garden )। ঢাকা মিরপুর চিড়িয়াখানার পাশে এর অবস্থান। বোটানিক্যাল গার্ডেন এ বিভিন্ন প্রজাতির গাছগাছালির পাশাপাশি রয়েছে, পুকুর, দীঘি ও ঘাসে ঢাকা সবুজ মাঠ। এখানে দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে থাকেন। পরিবার নিয়ে ঘুড়তে পারনে অনায়াসেই। রয়েছে সর্বাক্ষনিক নিরাপত্তা ব্যাবস্থা।
♦টিকেট মুল্য- ৩০ টাকা।
♦সময়- সকাল ৯টা থেকে বিকেল ৫টা প্রর্যন্ত।
♦ কিভাবে আসবেন- আপনি ঢাকার যে কোন প্রান্ত থেকে, আপ্নাকে মিরপুর ১ নম্বর এ আসতে হবে। মিরপুর এক এ এসে রিক্সা বা বাসে বোটানিক্যাল গার্ডেন বললে নিয়ে যাবে। অনেক যায়গা থেকে মিরপুর এর ডিরেক্ট চিড়াখানার বাস ও পাওয়া যায়।
♦ বোটানিক্যাল গার্ডেন এর বাহীরে যে সকল খাবার হটেল আছে, সেখানে তুলনা মুলক দাম টা একটু বেশি তাই খাবার খাওয়ার সময় একটু দাম যাচাই করে নিবেন বা আপনি হালকা কিছু নাস্তা খেয়ে মিরপুর ১ এসে ভালো হোটেল দেখে খেতে পারেন।
.....
আপনার যাত্রা শুভ হোক..🖤
যে কোন প্রশ্ন থাকলে ইনবক্সে যোগাযোগ করুন।
Facebook- https://www.facebook.com/share/1AixQ9...
..
বি:দ্র: গাছ লাগান, পরিবেশ বাচান❤️
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: