কবি কাসেদুজ্জামান সেলিম এর জীবন, কর্ম ও পরিবেশ-প্রকৃতি ভাবনা | পর্ব ০২
Автор: Green Safety
Загружено: 2025-05-02
Просмотров: 194
Описание:
কবি কাসেদুজ্জামান সেলিম এর জন্ম ও বাসস্থান বাংলাদেশের যশোর জেলায়। তিনি একাধারে কবি, গবেষক, নাট্যাভিনেতা, গীতিকার, সুরকার ও যশোরাঞ্চলের একজন স্বনামধন্য ব্যবসায়ী।
তার লেখার মাঝে প্রকৃতিপ্রেম, সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা, শিশুতোষ প্রাণ ও প্রান্তিক মানুষের কথা পাওয়া যায়। পঞ্চাশ বছর ধরে তিনি শিল্পচাষ এর সাথে যুক্ত আছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০ এর অধিক। তিনি প্রায় অর্ধশতক ধরে মঞ্চনাটকে অভিনয় করছেন। যশোরাঞ্চলের নাট্যাভিনেতাদের মাঝে তিনি কান্ডারিদের একজন। তার লেখা অসংখ্য গান রয়েছে। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সঙ্গীত পরিচালক। তিনি বাংলাদেশ ও যশোরের অসংখ্য স্বনামধন্য শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক এবং ব্যবসায়ী সংগঠন এর একজন নেতৃস্থানীয় ব্যক্তি। উল্লেখযোগ্য- তিনি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী নিয়ে সম্পাদনা 'লিরিক' এর সম্পাদক, মাইকেল মধুসূদন একাডেমী এর সভাপতি, যশোর ইন্সটিটিউটের প্রাক্তন সহ-সভাপতি, যশোর প্রাচ্যসংঘের সভাপতি, যশোর সৃষ্টিশীল সাহিত্য ও সঙ্গীত একাডেমীর উপদেষ্টা এবং যশোর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার রয়েছে অসংখ্য অর্জন। দেশে ও বিদেশে তার অর্জিত পদকের তালিকা অনেক। উল্লেখযোগ্য- বাংলাদেশ কবিতা সংসদ স্বর্ণ পদক, ড. মোহাম্মদ মনিরুজ্জামান পদক, পুন্ড্রবর্ধণ সাহিত্য কল্যাণ পরিষদ স্বর্ণ পদক এবং ইন্দো-বাংলা মৈত্রী সম্মান পদক।
কবিকে নিয়ে গবেষণাধর্মী তথ্যচিত্রে পর্ব ০২ এ থাকছে- পরিবেশ, প্রকৃতি, বন্যপ্রাণী ও পাখি নিয়ে বিস্তর কথা। কবির প্রেরণা ও তার লেখনীতে প্রান্তিক মানুষ, প্রকৃতি এর প্রভাব। তার বড় সন্তান এর মৃত্যু নিয়ে স্মৃতিচারণ। তার শিল্পী জীবনের অন্যতম একটি ঘটনার কথা।
লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
সবুজ বাড়ান, জীবন শান্তিময়...
A Green Safety production.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: