রাজপুরের সাধনার ছাদ বাগান পরিদর্শন/rooftop Garden overview in Kolkata/Green Friends/
Автор: Green Friends
Загружено: 2020-12-07
Просмотров: 24852
Описание:
#rooftop_Garden #gardening_tips
এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আপনার গাছের বিষয়ে যা যা দরকার সব কিছু পেয়ে যাবেন।
এই শোরুমটি বা দোকানটি খোলা হয়েছে Banasdroni মেট্রো স্টেশনের কাছে স্পোর্টস ক্লাব ঠিক তার পিছন দিয়ে দু নম্বর গলি। ডানদিকে খাল থাকবে বাঁদিকে দু নম্বর গলি পড়বে। 246 গভার্নমেন্ট কোলোনি। soroj shanga বল খেলার মাঠের পিছনে।
এর আগেও সাধন দার ছাদ বাগান আপনারা দেখেছেন।
গাছ বসানোর যে জায়গাগুলো আজকে দেখানো হবে সম্পূর্ণ শখের বাগানে বলতে পারেন।
থেকেও অনেক ছোট অথচ সুন্দরভাবে ফল পাচ্ছেন।
এক বছর আগে যে ড্রাগন গাছ আমরা দেখেছিলাম সেই ড্রাগন গাছে এবছর প্রচুর পরিমাণে ফল পেয়েছেন।
নতুন ধরনের একটি কুমড়ো গাছ ও সিম গাছে প্রচুর সিম হচ্ছে ছোট জায়গার মধ্যে।
নর্মাল কিচেন ওয়েস্ট মাটি তৈরি করেন ভার্মিকম্পোস্ট ব্যবহার করেন।
নাগপুরি কমলালেবু গাছ সফেদা গাছ সবজি গাছ ধনিয়া পাতা গাছ বিভিন্ন ধরনের গাছ দিয়ে তার এই ছাদ বাগান তৈরি।
সম্পূর্ণ ভিডিওটি দেখুন সবকিছু বলা হয়েছে ভিডিওর মধ্যে খাবার নিয়ে পার্সোনাল বা আলাদা করে একটি ভিডিও কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন।
ভিডিও গুলো ফলো করলে সবকিছু বুঝতে পারবেন।
আপনাদের জন্য খোলা হয়েছে ফেসবুক গ্রুপ সে গ্রুপে 22 হাজার মেম্বার যুক্ত আছে আপনারও যুক্ত হতে পারেন আপনাদের ভালো মন্দ ও গাছপালা শেয়ার করবেন সেখানে।
+918100044588 দাদা ফোন নম্বর এখানে দিলাম যাদের যাদের গাছ দরকার অবশ্যই যোগাযোগ করতে পারেন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: