প্রসাবে জ্বালাপোড়া। প্রসাবে জ্বালাপোড়া ঔষধ। ডায়াবেটিস এর লক্ষণ। ডায়াবেটিস কত হলে মানুষ মারা যায়
Автор: আদি ও আসল আয়ুর্বেদ মানব সেবা
Загружено: 2022-07-01
Просмотров: 24
Описание:
প্রসাবে জ্বালাপোড়া। প্রসাবে জ্বালাপোড়া ঔষধ। ডায়াবেটিস এর লক্ষণ। ডায়াবেটিস কত হলে মানুষ মারা যায়। আদি ও আসল আয়ুর্বেদ মানব সেবা।
৫. প্রস্রাব ঘটিত রোগ বা ডায়াবেটিসে— কাঁচা আমলকী বীচি বাদ দিয়ে থেঁতো করে সেই রস ৩ অথবা ৪ গ্রাম নিয়ে প্রত্যহ একবার করে খাবেন। প্রস্রাব—জনিত রোগে উপকার হবে এবং ডায়াবেটিসেও উপকার পাবেন।
ভূমিকা
আয়ুর্বেদ দোষ দূষ্য মল ইত্যাদি বিচারের উপরেই নির্ভরশীল । সেই দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে প্রয়োজন দ্রব্যের পরিচয় গুণাগুণ বর্গীকরণ দ্রব্যের রস বীর্য বিপাক প্রভাবতত্ত্ব বিষয়ে সম্যক জ্ঞান । আবার সেই সকল বিষয়ে জানতে হলে জানা দরকার মানুষের দেহের সঙ্গে এই সকল দ্রব্যের সাধর্ম ও বৈধর্ম বিচার এবং ত্রিদোষ তত্ত্বের অর্থাৎ বায়ু - পিত্ত - কফের সঙ্গে তার সম্পর্ক ।
সত্ত্ব রজঃ তমোগুণাত্মক মানুষ আপন বৈশিষ্ট্য নিয়েই সংসারে বিচরণ করছে । সুতরাং দ্রব্য সম্বন্ধেও সকলের সব অবস্থায় ঠিক একরূপ দ্রব্যই তার দেহ ইন্দ্রিয় ও মনের উপযোগী হবে এমনটি ভাবা ঠিক হবে না । এসব কথা মনে রেখে আমি বায়ু পিত্ত কফ ব্যাপারটিকে কেন্দ্র করে আয়ুর্বেদের আধুনিক তত্ত্ব নিয়ে এ গ্রন্থে যথাযথ ভাবে আলোচনা করার চেষ্টা করেছি । এ গ্রন্থে নানাবিধ কঠিন ও সাধারণ এবং অতি সাম্প্রতিক রোগ বিষয়েও বিশদভাবে আলোচনা করা হয়েছে । রোগের উৎপত্তি লক্ষণ চিকিৎসা ও কতো মাত্রায় ওষুধ প্রয়োগ করতে হবে তাও যথাস্থানে বলা হয়েছে । এ গ্রন্থ পাঠ করে কবিরাজী শিক্ষার্থীরাও যেমন উপকৃত হবেন ঠিক তেমনই সাধারণ মানুষরাও ওষুধ প্রয়োগ করতে পারবেন এবং আদি ও আসল আয়ুর্বেদ ও কবিরাজী চিকিৎসার সঙ্গে পরিচিত হয়ে পরীক্ষা - নিরীক্ষা সম্বন্ধে উৎসাহী হবেন ।
এক কথায় বলতে গেলে এতোগুলি বিষয় বাজারে প্রচলিত আর কোন গ্রন্থে আছে বলে আমার জানা নেই । সকলের সচল ও সক্রিয় সহযোগিতা কামনা করি ।
সম্পাদক।
(লতা-পাতার পরিচয় এবং গুণাগুণ)
#আদি #আয়ুর্বেদ #প্রস্রাবের #প্রস্রাবের #ডায়াবেটিস
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: