মন কে স্থির রাখার উপায় কি? - ১ ঈশ্বর কথা
Автор: 1 Ishwar Katha
Загружено: 2021-05-29
Просмотров: 10992
Описание:
আমরা প্রায় শুনি আর বলি যে মন বড় চঞ্চল | কখন ও এক জায়গাতে স্থির থাকে না! এই অবস্থায় আমরা কি করলে মন কে শান্ত রাখা যায় আর লক্ষ্যে পৌঁছনো যায়| এটা মন্ত্র জপ দ্বারা করা যায় শুধু সঠিক পদ্ধতি মেনে চলতে হবে|
সাধকের উচিৎ যে মন্ত্র জপ করছে সেই দেবতা কে মনের মধ্যে রেখে দেওয়া | হাত জোড় করে মন্ত্র জপ করলে একাগ্রতা আসে আর মনের চঞ্চলতা দূর হয়| এটার অভ্যাস করতে হবে তাহলেই মন আর ছোটাছুটি করবে না| প্রথমে 5 মিনিট এর চেষ্টা করলে সেটা পরে 50 মিনিট হয়ে যাবে বা তারও বেশী হয়ে যাবে সহজেই| NASA র বৈজ্ঞানিক রা এটা পরখ করে দেখেছেন মন্ত্রের উচ্চারণ শুনিয়ে গাছের ফলন ভালো হয়েছে| গাছের উপর প্রভাব এমন হলে মানুষের মনের উপর প্রভাব ভালোই হবে| মন স্থির হয়, মনে উৎসাহ আসে আর আমরা সমৃদ্ধ হই |
মন্ত্রের উচ্চারণ নিয়মিত করলে কি ভালো কি খারাপ সব টা বোঝার ক্ষমতা চলে আসে| মন্ত্র পাঠ করার সময় ইতিবাচক মনোভাব রাখতে হবে তাহলেই তার সঠিক ফল পাওয়া যাবে | মন্ত্র পেতে হলে গুরু র দরকার হয়, গুরুহীন মন্ত্র হয়না| গুরুর কাছে মন্ত্র নিয়ে সেটা সঠিক পদ্ধতি তে পাঠ করলে তার ফল পাওয়া যাবে| তার অভিজ্ঞতা তার শিষ্য কে মন্ত্রের সঠিক ফল এনে দিতে সাহায্য করবে| মন্ত্র উচ্চারণ মাত্রেই জীবন এর সব বাধা বিপত্তি দূর হয়ে যায়| এখানে কর্ম আর ধর্ম র রাস্তায় চললে সাফল্য জীবনে আসতে বাধ্য|
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: