হৃদয় বিদারক দৃশ্য, ২১ বছর পর হিন্দু মায়ের সাথে সাক্ষাৎ করেন - নও মুসলিম মাওলানা আব্দুর রহমান জামী
Автор: Arifur Rahman H2SO4
Загружено: 2022-08-18
Просмотров: 26
Описание:
হৃদয় বিদারক দৃশ্য, ২১ বছর পর হিন্দু মায়ের সাথে সাক্ষাৎ নও মুসলিম মাওলানা আব্দুর রহমান জামী হুজুরের সাথে
আমি মুসলিম, জন্ম আমার মুসলমান ঘরে, কিন্তু আমি কি করেছি দ্বীন-ইসলামের জন্য?
কি কতটুকু কোরবান করেছি?
আমাকে মুসলমান হতে কি কোন কষ্ট করতে হয়েছে?
ইসলামের জন্য আমায় কি কোন কিছু হারাতে হয়েছে?
মুসলমান হওয়া কি এতই সোজা?
যে কিছু হারাতে হবে না?
কিছু কোরবান করতে হবে না?
মুসলমান ঘরে জন্ম নিলেই কি মুসলমান হওয়া যায়?
ছবির এই লোকটাকে দেখো, তার জন্ম আমার মত কোন মুসলিম পরিবারে হয়নি, তার জন্ম ঠাকুরগায়ে এক ঠাকুর পরিবারে, তার বাবা ছিলেন একজন ঠাকুর, সে নিজেও ঠাকুরগিরির উপর ডক্টরেট ডিগ্রি নিয়েছে, যার কিনা এখনো হিন্দু ধর্মের ৪৪৪৪১টা মন্ত্র মুখাস্ত আছে, সে হিন্দু থাকাকালিন চাকরি পেয়েছিলো " পুলিশের " কিন্তুু কি পেয়েছিলো? কি বুঝেছিলো ইসলাম ধর্মে? যার জন্য আজ প্রায় ২১টা বছর "মায়ের " আদর /ভালোবাসা থেকে তাকে দুরে থাকতে হলো।
হ্যা দুনিয়ার জন্য তেমন কিছু যদি নাও পায় তবে যে আখেরাতের জন্য অনেক কিছু কিন্তুু সে পেয়েছে।
তুমি/আমি কিন্তুু ইসলামের জন্য কখনো মা/বাবার থেকে এক মহর্তের জন্যও দুরে থাকিনি।
অথচ এই লোকটি বাবার জিবন দশায় প্রায় ১৪টি বছর বাবার থেকে দুরেছিলো, বাবার মৃত্যুর পরও বাবার মৃত দেহটা একবারের জন্যও দেখতে পারেনি, প্রায় ২১টা বছর নিজ চোখে মায়ের মুখটা দেখতে পায়নি,এই ২১টা বছরের মধ্যে একটা দিনও এক মুহূর্তের জন্য মায়ের কোলে মাথা রাখতে পারেনি,
সকল বাধাকে পিছনে ফেলে আজ ৩/৪দিন আগে গিয়ে ছিলো নিজ জন্ম ভুমি জন্ম বাড়ি জন্মদাত্রী মায়ের কাছে, কিন্তুু দুঃখের বিষয় হলো মাকে "সালম" দিয়ে বলতে পারেনি যে "আল্লাহ " তোমার উপর রহমত বর্ষন করুক।
আমি শেষ এই কথাটি বলতে চাই সবাই দোয়া করবেন সে যেনো আবার মায়ের সঙ্গে দেখা হলে বলতে পারে " আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ" আল্লাহ যেনো তার মাকে হেদায়াত নসিব করে, তার মা যেনো "কালেমা " পড়ে মুসলমান হতে পারে ( আমিন)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: