মৃৎশিল্পে সুবীর পাল || Krishnanagar Ghurni Documentary
Автор: Shreya Das
Загружено: 2021-06-22
Просмотров: 147
Описание:
ঘূর্ণি হল কৃষ্ণনগরের নিকটবর্তী একটি অঞ্চল, যেটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্ভুক্ত। এটি একটি মাটির পুতুল উৎপাদন কেন্দ্র এবং অঞ্চলটিও মাটির পুতুল হিসাবে বেশ পরিচিত। ঘূর্ণি আবার পুতুলপট্টি নামেও পরিচিত।
শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগরগামী যেকোনো ট্রেন ধরে, সেখান থেকে কোনো পরিবহনের মাধ্যমেই ঘূর্ণিতে পৌঁছানো যায়। ঘূর্ণি নামক গ্রামে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে কুমোররা তাদের পরিবার নিয়ে বসতি স্থাপন করেন। তারপর থেকেই মাটির পুতুল উৎপাদন শুরু হয়। ঘূর্ণি প্রায় বেশ খানিকতা জায়গা নিয়েই অবস্থিত। যেখানে বিভিন্ন ধরণের মাটির পতুল, নানান মহাপুরুষের মূর্তি ও অন্যান্য ধরণের নিখুঁত কাজের নিদর্শন পাওয়া যায়। বিশাল আকার থেকে অতি ক্ষুদ্রতর মাটির পুতুলও লক্ষ্য করা যায়। সেখানকার মাটির মূর্তির টানই যেন আলাদা, মাঝে মধ্যে দেখে মনে হয় মূর্তিগুলি যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পী শ্রী সুবীর পাল ১৯৯১ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। তিনি বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। তাঁদের মাটির পুতুল গড়ার ধরণের কোনো তুলনাই হয় না। কৃষ্ণনগর মূলত ঘূর্ণির মাটির পুতুলের জন্যই বিখ্যাত, তার সাথে সাথে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি, হাসির রাজা গোপালভাঁড় ও মিষ্টি সরভাজার জন্য ও বিখ্যাত।
আমাদের তথ্যচিত্রের জন্য কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী শ্রী সুবীর পালের সাক্ষাৎকার নিয়েছি। মাটির পুতুল তৈরির যে সৃজনশীল কাজ, ধৈর্য্য, দক্ষতা এবং শ্রী সুবীর পালের জীবনের কিছু কথা ও সাফল্য অর্জন সেটি আমরা আমাদের তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেছি।
Documentary direction & editing: Shreya Das & Asmita Banerjee
Voice over: Asmita Banerjee
If you like Please Like, Comment, Subscribe & Share.
Thank You☺️
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: