কোরআনের শিক্ষা: সুরা আলাক ১-৫
Автор: Abu Hena Abid Zafr
Загружено: 2020-09-27
Просмотров: 54
Описание:
স্কুলে পড়ার সময় থেকে প্রচণ্ড আগ্রহ নিয়ে কোরান বোঝার চেষ্টা করেছি। ইদানিং চেষ্টা করছি কোরানিক ভাষা (গ্রামারসহ) বোঝার জন্য। তবু, কুরআন নিয়ে একটা ভয় কাজ করে মনের মধ্যে- একটা দ্বিধা; কারণ, স্কলারদের মধ্যে কিছু ছোট ছোট ব্যাপার নিয়ে মতানৈক্য-দ্বন্দ্ব। নিজের অল্প পড়াশোনা ও জ্ঞানের সীমাবদ্ধতার জন্য সবসময় চেষ্টা করি কোরআনের কথাকে সহজভাবে ব্যখ্যা করার এবং জানার চেষ্টা করি বেশি সংখ্যক এক্সপার্টের অপিনিয়ন।
মাঝে মাঝে ধরা খেয়ে কোন কোন অনুষ্ঠানে ভয়ে ভয়ে কখনো কখনো আমাকে বাধ্য হয়ে এরকম দারস্ দিতে হয়েছে। সুরা আলাকের প্রথম ৫ আয়াত (সর্বপ্রথম নাজিল হওয়া ওহী) নিয়ে এই প্রেজেন্টেশনটি তেমনি আদিষ্ট হয়ে অনেক আগে একসময় তৈরি করেছিলাম। ঋণ স্বীকার করা দরকার স্নেহের স্থপতি (ও আলেম) মুঈনুল হক তানভীরের কাছে এবং কবিতায় কণ্ঠ দিয়েছেন কৃতি আবৃত্তিকার বায়েজিদ মাহমুদ। এখানে কোন ভূল পেলে দয়া করে আমাকে সংশোধন করে দেবেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং পরকালে এর বিনিময় দেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: