স্বামী হত্যা র দায়ে স্ত্রীর যাবজ্জীবন প্রেমিক আশিকের ফাঁসি
Автор: Md Ekram Barura
Загружено: 2024-01-23
Просмотров: 5431
Описание:
বরুড়া চাঞ্চলর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা শরীফ হত্যার দায়ে স্ত্রী হিমুর যাবৎ জীবন প্রেমিকের ফাঁসি
কুমিল্লা ০১( বরুড়া)র আড্ডা অফিসের পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মামলার সহকারি পিপি মো. আবু ইউসুফ মুন্সী মামলার বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনের স্ত্রী মোনালিসা হিমু (২৮)। তিনি সিরাজগঞ্জ সদরের হোসেনপুর এলাকার আব্দুল মান্নান-এর মেয়ে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী প্রেমিক মো. আশিকুজ্জামান (২৭) কুমিল্লার বরুড়া উপজেলার ঝলমের চেঙ্গাছাল এলাকার নাসিরুল আলমের ছেলে। নিহত শরিফ উদ্দিন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি রাতে কুমিল্লার বরুড়া উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফ উদ্দিনকে তার ভাড়া বাসায় হত্যা করে তারই স্ত্রী হিমু ও প্রেমিক মো. আশিকুজ্জামান। পরদিন ডাকাতির ঘটনা সাজিয়ে থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন স্ত্রী হিমু। পরে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উদ্ধার করা হয়। মামলার চার্জশীটে আসামী করা হয় হিমু ও আশিকুজ্জামানকে।
মামালার অতিরিক্ত পিপি মো. আবু ইউসুফ মুন্সী বলেন, নিহত শরিফের স্ত্রী হিমু তার প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ মামলায় রাষ্ট্রপক্ষ ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে দোষী প্রমানিত হওয়ায় হিমুর তিনটি নাবালক সন্তান থাকায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামী আশিকুজ্জামাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: