চট্টগ্রামের ফয়'স লেক বেসক্যাম্পে পদে পদে অ্যাডভেঞ্চার || Foy's Lake Base Camp. Chittagong
Автор: TASNIM ZAHED
Загружено: 2025-03-09
Просмотров: 61
Описание:
সবুজ পাহাড়, খোলা আকাশ আর নীল জলের হ্রদের রাজ্য চট্টগ্রামের ফয়’স লেকে চালু হল বেইসক্যাম্প।
এই বেইসক্যাম্পে থাকছে কায়াকিং, আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, উড কেবিন, ট্রি টপ অ্যাক্টিভিটি, অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি, টিম বিল্ডিং গেইম ও হিউম্যান ফুসবল। এছাড়া মাড ট্রেইল ও পেইন্ট বলসহ আকর্ষনীয় কিছু ইভেন্ট দ্রুতই এর সঙ্গে যুক্ত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চট্টগ্রামের পাহাড়তলীতে ফয়'স লেকের প্রায় ৩৩৬ একর এলাকা জুড়ে গড়ে উঠেছে ফয়স লেক কনকর্ড। একটি ড্রাই পার্ক, একটি ওয়াটার পার্ক ও ফয়’স লেক রিসোর্ট রয়েছে সেখানে। ফয়স লেক বেইসক্যাম্প এ পার্কের নতুন সংযোজ কনকর্ড ২০০২ সালে চালু করে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম। এর ধারাবাহিকতায় তৈরি করে ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং ট্র্যাক, রিসোর্ট আটলান্টিস। এছাড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে তৈরি করে হেরিটেজ পার্ক, চট্টগ্রামে ফয়'স লেক কনকর্ড, সি ওয়ার্ল্ড ও ফয়’স লেক রিসোর্ট। পার্কগুলোতে প্রতি বছর প্রায় ৩০ লাখ দর্শনার্থী বেড়াতে যান।
বেইসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিডেট বাংলাদেশের প্রথম আউটডোর অ্যাক্টিভিটি এবং অ্যাডভেঞ্চার ক্যাম্প। ‘বাংলাদেশের পর্যটন খাতে পরিবর্তন আনার লক্ষ্য সামনে রেখে’ বেইসক্যাম্প আট বছর ধরে কাজ করে আসছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: