Class 7- Fiqhus Siyam & Zakat (ফিকহুস সিয়াম ও যাকাত)
Автор: Sunnah Circle
Загружено: 2024-04-15
Просмотров: 7
Описание:
Class 7 - Fiqhus Siyam & Zakat Course (ফিকহুস সিয়াম ও যাকাত)
✅✅✅
জাকাত ইসলামের ৫টি প্রধান স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। এই কোর্স এ আমরা যাকাত সম্পর্কিত সকল বিষয় সম্পর্কে জানবো। কোর্সটি করিয়েছেন ❤️❤️❤️ iom.edu.bd এর ব্যানারে ওস্তাদ মুফতি জুবায়ের হাসান ❤️❤️❤️
✅✅✅
সকল পিডিএফ ডাউনলোড লিংক:
bit.ly/3xz2uyK
সকল ভিডিও ডাউনলোড লিংক:
bit.ly/3U4I20e
** সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কোর্সটি বা কোর্স মেটারিয়াল, যে কেউ, যে কারো সাথে, যে কোনো ভাবে শেয়ার করতে পারবে। **
✅ যাকাত কার জন্য ফরজ বা যাকাতের নেসাব কি?
উত্তরঃ সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়। ৭.৫ তোলা স্বর্ণ অথবা ৫২ ভরি রূপা বা তার সমমূল্যের টাকার মালিকের উপর ২.৫% করে যাকাত দেওয়া ফরজ।
✅ স্বর্ণের নেসাব কতোটুকু?
উত্তরঃ ৭.৫ ভরি।
✅ রূপার নেসাব কতোটুকু?
উত্তরঃ ৫২.৫ ভরি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে। অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা/ টাকা এভাবে থাকে যে, কোনোটির নেসাব পূর্ণ হয়নি তাহলে এক্ষেত্রে বিধান হলো-
যদি কারো নিকট ৭.৫ ভরি স্বর্ণের চেয়ে কম থাকে, এবং বৎসরের শুরুতে ও শেষে রূপা বা প্রয়োজন অতিরিক্ত কিছু টাকা হাতে থাকে, (১০০ বা ২০০ হোক) এবং সব মিলিয়ে ৫২.৫ ভরি রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে।
বৎসরের শুরুতে কিছু টাকা ছিল, কিন্ত শেষে নাই, বা বৎসের মধ্যখানে ছিল, কিন্তু তারপর আর নাই, এমন হলে তখন কিন্তু সেই টাকা স্বর্ণের সাথে মিলিত হবে না এবং যাকাতও ওয়াজিব হবে না। তাছাড়া টাকাটা প্রয়োজন অতিরিক্ত হতে হবে। অর্থাৎ এমন টাকা যা সংসারে বা নিজ প্রয়োজনে খরচ হবে না। বরং এগুলো অতিরিক্ত জমানো টাকা। খরচ হয়ে গেলে বা অচিরেই খরচ হয়ে যাবে, এমন হলে, সেই টাকা কিন্তু প্রয়োজন অতিরিক্ত বলে গণ্য হবে না।
✅ টাকা এবং মালের নেসাব কতোটুকু?
উত্তরঃ টাকা এবং মালকে রূপার সাথে সংযুক্ত করে রূপার নেসাব হিসেবেই ধরা হবে। তথা কারো কাছে ৫২.৫ ভরি সমমূল্যের টাকা বা ব্যবসায়িক পণ্য থাকলে তার উপর যাকাত আসবে।
উল্লেখ্য, এক্ষেত্রে স্বর্ণকে মানদন্ড হিসেবে ধরা হবে না।
✅ নিসাবের ক্ষেত্রে সোনা বা রূপার ক্রয়মূল্যের উপরে যাকাত আসবে নাকি বিক্রয়মূল্যের?
উত্তরঃ সোনা রূপার বিক্রয়মূল্যের উপরই যাকাত আসে।
✅নিসাবের পরিমাণ মালিকের কাছে কতোদিন ধরে থাকলে সেটির যাকাত দিতে হবে?
উত্তরঃ ন্যূনতম ১ বছর।
এ বিষয়ে হাদিস- হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- বৎসরের মধ্যখানে অর্জিত সম্পদে যাকাত আসবেনা যতক্ষণ না মালিকের পূর্ণ সম্পত্তির এক বৎসর পূর্ণ হবে। [জামে তিরমিযি- ৬৩১]
🔶🔶 যাকাত কে দিবে সেই প্রশ্ন শেষ হবার পরেও প্রশ্ন থেকে যায় যাকাত কাকে দিবো? 🔶🔶
✅ যাকাত কি সবাইকে দেয়া যাবে?
উত্তরঃ না, যার নেসাব পরিমাণ অর্থ আছে তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আবার নিজ স্বামী/স্ত্রী, পিতা, মাতা, পিতামহ, মাতামহ এদেরকে যাকাত দেয়া যাবে না।
✅ যাকাত কোন কোন খাতে দেয়া উত্তম?
উত্তরঃ নিম্নোক্ত ৮ টি খাতে যাকাত আদায় করা উত্তম।
১. ফকির: যার বেঁচে থাকার মতো সম্বল নেই বা খুব সামান্য।
২. মিসকিন: এমন অভাবী, যার রোজগার তার নিজের এবং তার ওপরে নির্ভরশীলদের অপরিহার্য প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়।
৩. যাকাত সংগ্রহ ও বিতরণকাজে নিয়োজিত কর্মচারী, যাদের আমিলিন বলে।
৪. নব্য মুসলিম যার ইমান পরিণত হওয়ার পথে আছে অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক কোনো অমুসলিম। ৫. মুক্তিপণ ধার্যকৃত দাস বা রিকাব।
৬. ঋণী ব্যক্তি যিনি যাকাতের অর্থে ঋণ পরিশোধ করতে চান।
৭. আল্লাহর পথে ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত ব্যক্তি (মুজাহিদ)।
৮. বিপদগ্রস্ত মুসাফির।
[সূরা তওবা, আয়াত নং ৬০]
বিঃ দ্রঃ এই কনটেন্ট টি IOM থেকে নেওয়া হয়েছে। কিন্তু এটি IOM এর অফিসিলাম অথবা আনঅফিসিয়াল ইউটিউব চ্যানেল নয়।
IOM ইউটিউব চ্যানেল / @islamiconlinemadrasahiom
IOM ওয়েবসাইট IOM.EDU.BD
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: