চট্টগ্রামে মোবাইল চোর চক্রের পাঁচজনসহ গ্রেপ্তার ৬
Автор: Cplus TV
Загружено: 2018-01-10
Просмотров: 3024
Описание:
চক্রটি গত ৪ জানুয়ারি রাতে খুলশী থানার টাউন সেন্টার কনকর্ড মার্কেটের দুইটি মোবাইল দোকান থেকে চুরি করে বিপুল পরিমাণ মোবাইল সেট। খুলশী থানা পুলিশের টানা অভিযানে ৬৭টি মোবাইল সেট উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ চোর চক্রের পাঁচ সদস্য আব্দুল্লাহ আল মামুন (২৮), ওসমান গণি (৪০), মো. রাসেল ওরফে জুয়েল ওরফে রানা সর্দার (২৫), মো. জাবেদ (২৮) ও মো. পারভেজ (২০) ও চোরাই মোবাইল কেনার অভিযোগে মো. আইযূব (৪৮) নামে একজনসহ ছয়জনকে গ্রেপ্তার করে।
বুধবার খুলশী থানায় সংবাদ সম্মেলন করে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুর ওয়ারিশ জানান, গত ৪ জানুয়ারি টাউন সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে মার্কেটটিতে মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ মেলায় গ্রেপ্তাররা দর্শনার্থী হিসেবে মার্কেটে প্রবেশ করে।
রাতে মেলা শেষে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর সিটিজিশপ ডটকম ও মেট্রিক্স কমিউনিকেশন নামে দুইটি দোকান থেকে মোবাইল ল্যাপটপ ও নগদ টাকা চুরি করে।
খুলশী থানা পুলিশের একটি দল টানা অভিযান চালিয়ে চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে জানিয়ে তিনি বলেন, পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পাঁচলাইশ থানার শুলকবহর আলমাদানি রোডের লেদু মেম্বারের গলির শাহী ম্যানসন নামে একটি বাড়ির তৃতীয় তলার বাসা থেকে ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: