শুটকি ফেরি করে সন্তানদের মুখে হাসি আনেন এই বাবা | কষ্টে গড়া ভালোবাসার গল্প | গ্রামীণ ভালোবাসা
Автор: গ্রামীন ভালোবাসা 1
Загружено: 2025-06-28
Просмотров: 457
Описание:
শুটকি ফেরি করে সন্তানদের মুখে হাসি আনেন এই বাবা | কষ্টে গড়া ভালোবাসার গল্প | গ্রামীণ ভালোবাসা
একজন পরিশ্রমী মানুষ, যিনি ভোরবেলা মাথায় ঝুলি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করেন শুটকি মাছ। জীবিকার তাগিদে প্রতিদিন হাঁটেন মাইলের পর মাইল। কষ্টের ভেতরেও রয়েছে অদ্ভুত এক শান্তি, রয়েছে গ্রামীণ মানুষের প্রতি ভালোবাসা। এই ভিডিওতে আমরা দেখবো সেই সংগ্রামী জীবনের কিছু হৃদয় ছোঁয়া মুহূর্ত।
শুটকি নিয়ে হাঁটেন বাবা, ঘামে ভেজা পথ তার জীবনের গল্প বলে...
ভোর হতে না হতেই একটা পুরোনো ব্যাগ কাঁধে নিয়ে রওনা হন সালাম চাচা। বয়স পঁচিশ পেরিয়ে অনেক আগেই পঞ্চাশ ছুঁয়েছে, কিন্তু মুখে বয়সের চাইতে ক্লান্তির ছাপ অনেক বেশি।
তিনি ফেরি করে শুটকি মাছ বিক্রি করেন।
হাঁটেন মাইলের পর মাইল—একেক দিন একেক গ্রামে, কখনো কাঁচা রাস্তা, কখনো ধুলার পথ, আবার কখনো বৃষ্টির কাদা।
তিনটা সন্তান, স্ত্রী নেই—বছর দশেক আগে মারা গেছেন অসুখে। তখন ছোট সন্তানটার বয়স ছিল মাত্র দুই। সালাম চাচা কখনো ভাঙেননি, নিজের খাওয়া কমিয়ে হলেও সন্তানদের মানুষ করেছেন।
ছোট ছেলেটা আজ স্কুলে যায়, মেয়ে টিউশনি করে।
গ্রামে কেউ শুটকি খুঁজলে বলে:
"ওই যে সালাম ভাই আসবেন, তিনিই আনেন ভালো শুটকি।"
এই বিশ্বাসই তাঁর সম্বল।
তবে সব সময় শুটকি বিক্রি হয় না। অনেক সময় পুরো দিন ঘুরে বাড়ি ফিরে যান খালি হাতে।
সেদিন রাতে এক টুকরো ভাত আর ডাল গরম করে নিজেই খান। চোখের কোনে জমে থাকা পানি তিনি ঢাকেন, যেন সন্তানরা না দেখে।
একদিন পাশের বাড়ির ছেলেটা প্রশ্ন করল,
"চাচা, এত কষ্ট করেন কেন?"
তিনি হাসলেন—
"বাবা, আমি কষ্ট করি যেন আমার বাচ্চাগুলার মুখে কষ্ট না আসে। ওরাই আমার সব।"
#শুটকি_বিক্রেতা #গ্রামীণজীবন #মানবিকগল্প #শুটকি_মাছ #গ্রামেরজীবন #গ্রামবাংলা #পরিশ্রম #জীবিকার_সংগ্রাম #বাংলারমানুষ #শুটকি_বিক্রেতা #জীবনের_সংগ্রাম #বাবার_ভালোবাসা #গ্রামীণজীবন #মানবিকগল্প #কষ্টেরগল্প #হৃদয়ছোঁয়াগল্প #বাংলারজীবন #পরিশ্রম #গ্রামবাংলা #RealLifeStory #BanglaEmotionalStory #LifeStruggle #FatherLove #VillageLife
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: