সুইজ ব্যাংক এবং মুমিনদের টাকা
Автор: যা আল হক
Загружено: 2018-01-31
Просмотров: 4
Описание:
মুসলিম উম্মাহ বলতে কি সকল মুসলমানদেরকে বুঝায় ?
আমরা মুসলিমরা মুসলমান নই।
২২/৭৮ আয়াতে রয়েছে এই নামটি।
৩/১০২ আয়াত মতে এই নামটি চলবে আমাদের শেষ দিন অবদি।
রাসূলে করিম ৬/১৬৩ মতে কেবল মুসলিম ছিলেন।
আমরা মুসলিমরা ৩/১০৩ আয়াত মতে মুসলমানদের কোনো একটি দলে যোগ দিতে পারবোনা।
১৭৫৭ থেকে আজ ২০১৭ সাল।
কুরআনের ও ইসলামের শত্রুরা যেভাবে জিতেছে,
মোসলমানেরা ঔপোনিবেশিক শাসনে দলে দলে বিভক্ত হয়ে গেছে।
ভারত উপমহাদেশে তাদের শক্তি বাড়ানোর জন্য মুসলমানদের ভিতর থেকে এক বা একাধিক দল সৃষ্টি করেছে এবং স্বার্থ হাসিল করেছে ।
বাংলাদেশের ভিতর তারা সফলতা লাভ করেছে ।
তাই আজ ২০১৭ সাল পর্যন্ত দেখতে পাচ্ছি মুসলমানের মাঝে
কেউ সুন্নি মুসলমান আবার কেউ সেয়া মুসলমান তবে এরা কেউ মুসলিম না।
কেউ সালাফি মুসলমান আবার কেউ দেওবন্দী মুসলমান তবে এরা কেউ মুসলিম না।
কেউ কাদিয়ানী মুসলমান আবার কেউ বাহাই মুসলমান তবে এরা কেউ মুসলিম না।
কেউ ব্রেলবী মুসলমান আবার কেউ তাবলীগি মুসলমান তবে এরা কেউ মুসলিম না।
কেউ থানাবী মুসলমান আবার কেউ মাদানী মুসলমান তবে এরা কেউ মুসলিম না।
কেউ আগাখানি মুসলমান আবার কেউ রাফেযী মুসলমান তবে এরা কেউ মুসলিম না।
কেউ হানাফী মুসলমান আবার কেউ শাফেয়ী মুসলমান তবে এরা কেউ মুসলিম না।
কেউ বুহেরী মুসলমান আবার কেউ রাসাদি মুসলমান তবে এরা কেউ মুসলিম না।
কেউ ইমামি মুসলমান আবার কেউ দাউদী মুসলমান তবে এরা কেউ মুসলিম না।
কেউ তরিকত মুসলমান আবার কেউ ফকিরি মুসলমান তবে এরা কেউ মুসলিম না।
এদের সকলের কাছে রয়েছে এদের আসলাফদের দেওয়া মত পথ গ্রন্থ ফলসফা।
এদের সকলের কাছে রয়েছে মিথ্যা জ্বাল যঈফ ও মনগড়া হাদিস ফেকাহ ও সুন্নাহ।
এরা আল্লাহকে মানে ১২/১০৬ মতে শিরিকের সাথে।
এরা ২৯/৫১ এবং ২৮/৮৫ মতে কুরআনকে শুধু যথেষ্ট ও ফরজ মানেনা।
এর পরেও এদের দাবি হলো এরা খাঁটি ও জান্নাতি।
আজ কুরআন এর ৯৮/৬ মতে জগতের সকল যুদ্ধ,ফ্যাসাদ ও রক্তপাত এরাই করে যাচ্ছে আর নিজেদেরকে মুসলিম বলছে যদিও এরা কেউ মুসলিম না তবে মুসলমান দলগুলির অন্তর্ভুক্ত।
আল্লাহ এদের সকলকে চিনার তৌফিক দান করুন।
ডক্টর এ,কিউ,এম,মাহবুবুল্লাহ যশোরী
হাফেজ,আলেম,মুফতি,মুহাদ্দেস,মুফাস্সের
চেয়ারম্যান : বাংলাদেশী সেবা পার্টি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: