দিনাজপুর-৬(১১): হেভিওয়েট বিএনপি, প্রত্যাবর্তনের আশায় জামায়াত | নির্বাচন ২০২৬ | ৩০০ আসন | 300 Seats
Автор: ৩০০ আসন
Загружено: 2025-07-09
Просмотров: 28700
Описание:
উত্তরবঙ্গের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এক আসন—দিনাজপুর-৬। চারটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবারের নির্বাচনে দেখা যাচ্ছে নতুন সমীকরণ, নতুন চ্যালেঞ্জ এবং পুরনো দ্বন্দ্বের পুনরাবৃত্তি। আপনি যদি “৩০০ আসন” চ্যানেলের নতুন দর্শক হন, সাবস্ক্রাইব করুন এখনই। এই পর্বে থাকছে দিনাজপুর-৬ আসনের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, প্রার্থীদের রাজনৈতিক ইতিহাস এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্লেষণ।
বিগত নির্বাচনগুলোর তথ্য অনুযায়ী, ১৯৯১ সালের নির্বাচনে এই আসনটিতে জামায়াতের প্রার্থী মো. আজিজুর রহমান চৌধুরী বিজয়ী হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের বিতর্কিত নির্বাচনে বিএনপি থেকে আতিউর রহমান জয়ী হলেও, একই বছরের জুন মাসের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মোস্তাফিজুর রহমান জয় লাভ করেন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে পরাজিত করে জামায়াতের মো. আজিজুর রহমান চৌধুরী জয় লাভ করেন। ২০০৮ সালে জামায়াতের প্রার্থী মো. আনোয়ারুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আজিজুল হক চৌধুরী। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে টানা তিনবার জয়ী হন আওয়ামী লীগের শিবলী সাদিক।
ভোটের বিশ্লেষণ নির্বাচন কমিশনের সরকারী তথ্য অনুযায়ী, ১৯৯১ সাল থেকে জামায়াত দুবার, বিএনপি একবার ও আওয়ামী লীগ প্রার্থী পাঁচবার এই আসনে নির্বাচিত হন।
#৩০০আসন #news #jamaat #bnp #bangladesh #election #bangladeshelection2026 #BangladeshElection #নির্বাচন #BDpolitics #electionnews #BangladeshiElection #VoterNews #votenews #300ashon #300sets
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: