ঢাকা শহরের শীতের রাত পর্ব ০১ | Dhaka City Winter Night Episode 01
Автор: Ariyan Creative Studio
Загружено: 2023-12-23
Просмотров: 110
Описание:
ঢাকা শহরের শীতের রাত পর্ব ০১ | Dhaka City Winter Night Episode 01
Landscape stock video & nature videos footage & clips.
প্রতি বছর ডিসেম্বর আর জানুয়ারিতে শীতে যখন জবুথবু দেশের নানাপ্রান্ত তখনও ঢাকায় শীত খুঁজে পাওয়া কষ্ট। আকস্মিক শৈত্যপ্রবাহে দু-একদিন সূর্যের দেখা না মিললে শীত কিছুটা অনুভব করে শহরবাসী। এর বাইরে ঢাকায় রাত-দিনে শীত খুঁজে পাওয়াই কঠিন।
বিশেষজ্ঞরা বলছেন, এর প্রধান কারণ ঢাকার জনসংখ্যার ঘনত্ব। অনেক অল্প জায়গাতে বেশি মানুষ বাস করাতে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি হয়। যেমন গাড়ি চলে, শিল্পকারখানা চলে। ফলে যে তাপের সৃষ্টি হয়, শীত যেন তার কাছে পাত্তাই পায় না।
যে শহরে জনসংখ্যা বেশি সে শহরে তাপ বা জ্বালানির ব্যবহারও বেশি । শিল্প কারখানার সংখ্যা বেশি। এমন শহরগুলোকে সাধারণত ‘হিট আইল্যান্ড’ বলা হয়। বাংলাদেশের শুধু ঢাকা নয়, অন্য বড় শহর যেমন চট্টগ্রামের তাপমাত্রা খুব একটা কমে না একই কারণে। ঢাকা এরমধ্যে সবচেয়ে বড় হিট আইল্যান্ড।
বাস্তবতা বলছে, সারাদেশে নভেম্বর থেকে শীত শুরু হলেও ঢাকায় ঠান্ডা অনুভূত হয় ডিসেম্বরের শেষদিকে এসে। আর জানুয়ারিতেও যখন দেশের অন্য এলাকায় শীতের দাপট থাকে তখন ডিসেম্বরের শেষেই ঢাকার তাপমাত্রা বাড়তে শুরু করে।
গত পাঁচ বছরের ডিসেম্বর জুড়ে ঢাকার তাপমাত্রার যে হিসেব তাতে দেখা যায় দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ২০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আর রাতে ১১ থেকে ১৯ এর মধ্যে উঠানামা করেছে। অনাকাঙ্খিতভাবে এই তাপমাত্রা উত্তরের মতো খুব বেশি নেমে যেতে দেখা যায়নি।
‘মূলত তিন কারণে ঢাকায় শীত পড়ে না। এগুলো হলো—হিউম্যান এক্টিভিটি বেশি, উন্নয়ন কাজ বেশি এবং যানবাহনের সংখ্যা বেশি। তিনি বলেন, হিউম্যান এক্টিভিটি বলতে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, কোনও শহরে যদি মানুষ বেশি থাকে সেখানে চুলার আগুন বেশি জ্বলবে, এসি বেশি চলবে। ফলে তাপ তো পরিবেশে বেশি ছড়াবে। অন্যদিকে উন্নয়ন কাজ বিশেষ করে মেট্রোরেলসহ বড় কাজগুলোর কারণে ধুলোবালির পরিমাণ বেশি। ফলে শীতে যে বাতাস তা ঢাকায় ঢোকার ক্ষেত্রেই বাধাপ্রাপ্ত হচ্ছে। এ কারণেই উত্তর ও পশ্চিমাঞ্চলে যে পরিমাণ শীত পড়ে ঢাকায় তার তুলনায় কম।
এদিকে ঢাকায় যে পরিমাণ যানবাহন চলে তাতে করে তাদের জ্বালানি পোড়ানোর ফলেও একটি তাপ তৈরি হচ্ছে। এছাড়া পুরো শহর এখন প্রায় কংক্রিটে মোড়া। ফলে মাটিতে তাপ পড়ে যে সেটি কমে যাবে সেই সুযোগও নেই বললেই চলে। এসব কারণেই ঢাকাকে হিট আইল্যান্ড হিসেবে আখ্যায়িত করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: