পৃথিবীর সবচেয়ে বড় ডিম | The largest egg in the world | উট পাখি
Автор: Totther Somahar
Загружено: 2022-02-03
Просмотров: 6872
Описание:
পৃথিবীর সবচেয়ে বড় ডিম | The largest egg in the world | উট পাখি
আপনারা সকলেই নিশ্চয়ই ডিম খান? আচ্ছা যে ডিম খান সেই গুলোর সাইজ কত বড়? অথবা ধরুন অন্য কোন পাখির ডিম তার সাইজ কত বড়ই বা হতে পারে? কিন্তু যদি বলি পাখির ডিমের ওজন দেড় কে জি। বিশ্বাস হবে?
চলুন জেনে নিই আসল কাহিনী।
পৃথিবীর সবচেয়ে বড় ডিম কাদের হয় জানেন উটপাখির।
উড়তে পারে না তবু এরা পাখি। উড়তে না পারলেও দারুণ জোরে ছুটতে পারে। এই পাখির নাম উটপাখি। দেখতে অনেকটাই উটের মতো। বিশে¡র সবচেয়ে বড় পাখি হচ্ছে এই উটপাখি। ওড়ার ক্ষমতাহীন এই পাখিদের দৌড়ের গতি ঘণ্টায় ৭০ কিলোমিটারের মতো। উটপাখি সাধারণত আফ্রিকাতে পাওয়া যায়। এদের উচ্চতা প্রায় ৩ মিটার। দেহের ওজন ১৫০ কেজিরও বেশি হতে পারে। আর রয়েছে বিশাল বিশাল পাখা। পুরোটা মেলে ধরলে এর দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। এই বড় বড় পাখার জন্যই তো এরা উড়তে না পারলেও পাখি। পুরুষ উটপাখির পাখার রঙ হয় কালো। এর সঙ্গে থাকে সাদা লেজ। মেয়ে উটপাখির পাখার রঙ হয় ধূসর বাদামি। উটপাখির উড়তে না পারার কারণ এদের শরীরের ওজন অনেক বেশি। এত বেশি ওজন নিয়ে ওড়ার মতো শক্তি তাদের ওই বড় পাখাতেও নেই। উটপাখির প্রধান খাদ্য হল বিভিন্ন শস্যদানা। কোনো কোনো সময় অবশ্য এরা পোকামাকড়ও খেয়ে থাকে। মজার ব্যাপার হল, অন্য পাখির মতো এদেরও দাঁত নেই। তাই খাবার খাওয়ার সময় এরা কিছু পাথর খেয়ে নেয়। এই পাথর এদের পাকস্থলীতে খাদ্যদানা হজম করতে পেষার কাজটি করে। একটি পূর্ণাঙ্গ উটপাখি পাকস্থলীতে ১ কেজি পাথর খেয়ে ঘুরে বেড়াতে পারে। উটপাখির আকৃতির মতোই এর ডিমও অনেক বড়। উটপাখির ডিমই পৃথিবীতে সবচেয়ে বড় ডিম। একেকটা ডিমের ওজন হয়ে থাকে ১.৫ কেজি। অন্য কোনো প্রাণী আর এত বড় ডিম পাড়ে না। উটপাখির এই ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে ৩৫ থেকে ৪০ দিন। দেখতে অনেক বড়সড় হলেও উটপাখিরা কিন্তু মোটেও হিংস্র স্বভাবের নয়। বর্তমানে পৃথিবীর অনেক দেশের চিড়িয়াখানায় উটপাখি দেখতে পাওয়া যায়। ভীষণ জোরে ছুটতে পারার ক্ষমতার জন্য এদের দৌড় প্রতিযোগিতাও হয়। এই প্রতিযোগিতা দর্শনার্থীদের কাছে হয়ে ওঠে দারুণ আনন্দময়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: