Shankar Miracle দক্ষিণাবর্ত শঙ্খের চমৎকার। শঙ্খের উপকারিতা @mouu guru36
Автор: @Mouuguru36
Загружено: 2023-02-24
Просмотров: 501
Описание:
Shankar Miracle দক্ষিণাবর্ত শঙ্খের চমৎকার। শঙ্খের উপকারিতা। শঙ্খের গুনাগুন। / @mousumigain8420
Shankho
শঙ্খের উপকারিতা
দক্ষিণাবর্ত শঙ্খ
দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপনের নিয়ম
দক্ষিণাবর্ত শঙ্খ দ্বারা বিশেষ প্রতিকার
শঙ্খের গুনাগুন
শঙ্খের চমৎকার
মা লক্ষ্মী
মা লক্ষী কেন শঙ্খ কে ছোট ভাই বলেন
শ্রী বিষ্ণু
#নারায়ন
নারায়ণের হাতে কেন শঙ্খ থাকে
/ @mousumigain8420
দক্ষিণাবর্ত্য শঙ্খ প্রচুর মহত্ত্বপূর্ণ এবং চমৎকার প্রভাব বিরাজমান। যে ঘরে এই সংকেত নিয়মিত পূজা পাট হয়ে থাকে সেই ঘরে মা লক্সমী অবশ্যইই স্থায়ীভাবে বসবাস করে থাকেন। এই শঙ্খের আবির্ভাব ও মা লক্ষ্মীর মত সমুদ্র মন্থন এর থেকে হয়েছিল। এইজন্য এই সংখ্যকে মা লক্ষ্মী তার ছোট ভাই বলে মনে করেন। দক্ষিণাবর্ত্য শঙ্খ বিষ্ণুর অতি প্রিয় বস্তু। ভগবান বিষ্ণু উৎহস্তে সর্বদা এই শঙ্খ ধারণ করে থাকেন। যদি কোন গৃহে বিধিপূর্বক পূজা অর্চনা করে এই শঙ্খ স্থাপন করা যায়, তবে সেই গৃহে সমস্ত প্রকারের বাস্তু দোষ বিনাশ হয়, অফুরন্ত কোন পাপ যার সেই গৃহে হতে পারেনা।
দক্ষিণাবর্ত শঙ্খের চমৎকার
দক্ষিণাবর্ত শঙ্খ দক্ষিণ দিকে লাল কাপড়ের উপরে রাখতে হয়।এই শঙ্খে রাতে প্রতিদিন জল দিয়ে দিলে সেই জলের গুনাগুন বৃদ্ধি পায়।
ব্রণ হলে এই জল দিয়ে মুখ ধোবেন।প্রতিদিন ব্যবহার করলে ভালো হয়ে যাবে।
যাদের পেটের রোগ আছে তারা যদি প্রতিদিন খান তাহলে পেটের রোগ অনেক অংশ কমে যায়।
দক্ষিণামুখী শঙ্খ ঘরে প্রতিষ্ঠা করে পূজা করলে ঘরের মঙ্গল হয়।
বৃষ্টির জল ধরে সেই জল এই শাকের মধ্যে রেখে পরের দিন সেই জল ঘরে ছিটিয়ে দিন এতে বাস্তু দোষ কেটে যাবে।
বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন।আপনাদের একটি লাইক আমার ভিডিও করার ইচ্ছা কে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে।
সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।রাধে রাধে।
/ @mousumigain8420
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: