১১ শিব মন্দির ।। 11 Shiva Temple ।। Biggest Shiva Temple in Bangladesh
Автор: Shahariars Days Out
Загружено: 2023-03-12
Просмотров: 562
Описание:
Shahariar's Days Out.
My Facebook Profile: / shahariar.ahmed.18
My Facebook Page: / shahariarsdaysout
১১ শিব মন্দিরে এটা আমার ২য় ট্যুর। আমার ভালো লাগে প্রত্নতাত্মিক এবং ঐতিহাসিক এলাকায় বেড়াতে। আর ৪০০ বছরের পুরোনো অভয়নগরের এই ১১ শিব মন্দিরের যেমন আছে প্রত্নতাত্মিক ভ্যালু তেমনই আছে দু:খগাথা ইতিহাস আর আছে রাজকন্যা অভয়ার অলৌকিক কান্নার মিথ। বাংলাদেশের আর কোথাও এমন ১১টা শিব টেম্পল আছে বলেও আমার জানা নাই। ১১ শিব মন্দিরের ইতিহাস জানতে এবং এবং এর রহস্য জানতে সস্পূর্ণ ভিডিও দেখুন আমার ইউটিউব চ্যানেলে।
Y
বন্ধুরা আমি এখন বসে যশোরের অভয়নগরের ১১ শিaaব মন্দিরের প্রাঙ্গনে। আমি এর আগেও এই ১১ শিব মন্দির নিয়ে একটা ভিডিও করেছি এবং আমার চ্যানেলে সেটা আছে।
রাজকুমারী অভয়ার স্মৃতিবিজড়িত এই ১১ শিব মন্দির। অভয়া ছিলেন
যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায়ের একমাত্র কন্যা। রাজার নয়নের মনি ছিলেন অভয়া। অভয়ার বিয়ের বয়স হলে রাজা তার বিয়ে দিলেন নড়াইলের জমিদার পুত্র নিলাম্বর রায়ের সাথে।
আগেই বলেছি, এই ১১ শিব মন্দির নিয়ে আগেও একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন সেই ভিডিওটা। ডেসক্রিপশানেও আমি লিংক দিয়ে রাখবো। তবে আপাতত সংক্ষেপে এই মন্দিরের ইতিহাসটা আবারও বলছি।
বিয়ের কিছুদিনের মধ্যেই নিলাম্বর রায় কঠিন অসুখে ভুগে মারা যায়।
অভয়া বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই বিধবা হন। রাজকন্যা ছিলেন শৈব অর্থাৎ শিবের উপাসক।
সে সময়ে হিন্দু ধর্মে দ্বিতীয় বিয়ের নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা-অর্চনা করে কাটাতে চান। এরপর রাজা এই স্থানে নির্মাণ করেন ১১টি শিব মন্দির।
দুখী রাজকন্যা অভয়া, তার মৃত্যুeর আগ পর্যন্ত বাকি জীবন এখানেই কাটান। এই মাটির সাথে মিশে রয়েছে রাজকন্যা অভয়ার অশ্রু।
অভয়ার নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয়েছিল অভয়ানগর। যা বর্তমানে অভয়নগর নামে পরিচিত।
এই গ্রামের অনেক মানুষই নাকি এখনও অনেক রাতে শুনতে পায় মেয়েলী কন্ঠের কান্না। অনেকেই ধারনা করে, ওটা অভয়ার কান্না।কিন্তু, এটা কি সম্ভব? আই মিন, ৪০০ বছর আগে যে রাজকুমারী ঠিক এই জায়গাতেই মৃত্যুবরন করেছিল, সে কিভাবে কাদতে পারে? জানি না এটা সত্য না মিথ্যা। আর এত জানারই বা দরকার কি? কিছু রহস্য থাক না রহস্য হয়ে।
১১টি মন্দিরের মধ্যে সর্ব উত্তরের মন্দিরটি মূল মন্দির। প্রধান মন্দিরের দুই পাশে পূর্ব ও পশ্চিমে ৪টি করে মোট ৮টি ও প্রবেশপথের দুই দিকে ২টিসহ মোট ১০টি ছোট মন্দির রয়েছে। ১১টি মন্দিরে রয়েছে ১১টি কষ্টিপাথরের শিবলিঙ্গ ছিল যা চুরি হয়ে যায়। মূল মন্দিরে এখনও একটা শিব লিঙ্গ আছে। এই মন্দিরের দরজা ভোর ও সন্ধায় খোলা হয় এবং পূজা অর্চনা হয়।
Music Credits:
• Chinese Music - Free To Use [No Copyright]
• No Copyright Music | Chinese Music | Ancie...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: