যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় খুশী শহীদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের স্বজনরা | ETV News
Автор: ETV News
Загружено: 2017-12-15
Просмотров: 1471
Описание:
দীর্র্ঘদিন পরে হলেও শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় খুশী শহীদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের স্বজনরা। বিজয়ের দিনে তাদের চাওয়া, একাত্তরে মানবতাবিরোধী সব অপরাধীর বিচার। স্বাধীনতা বিরোধী চক্র যেন নতুন করে আর কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানান তারা।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে এরইমধ্যে যাদের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে, তারা শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী ছিলেন। যুদ্ধ পরবর্তী সময়ে এতোটাই প্রভাবশালী ছিলেন যে ভুক্তভাগী পরিবারগুলো বিচার নিয়ে হতাশায় ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দৃঢ মনোবলে ৬ শীর্ষ অপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে।
আপস
মৃত্যুদণ্ডের রায় হওয়া আরো বেশ কয়েক জনের মামলা উচ্চ আদালতে চুড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
দীর্ঘ প্রতিক্ষার পর মোহাম্মদ কামারুজ্জামানসহ শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ্ট শেরপুরের সোহাগপুরের এই নারী।
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর বিচারের আশায় ছিলেন পাবনা বাসী। নিজামীর ফাঁসি হওয়ায় দেশ কলংকমুক্ত হয়েছে বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। তবে এখনও নানা হুমকী ও হামলার ভয় তাড়া করে ফেরে তাদের।
চট্টগ্রামে হত্যা-নির্যাতনের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানান ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী। মীর কাসেম আলীর বিচারে সন্তোষ জানিয়ে তার সহযোগীদের বিচারের আওতায় আনা ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি স্থানীয়দের। মানিকগঞ্জের হরিরামপুরবাসী মনে করেন তারা কলংকমুক্ত হয়েছেন।
আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও আব্দুল কাদের মোল্লার মোল্লার ফাঁসিতে সন্তুষ্ট ফরিদপুরবাসী। মামলার স্বাক্ষীদের দাবী ভবিষ্যতে আর যেন কোনো যুদ্ধাপরাধী, আলবদর, মাথাচাড়া দিয়ে না ওঠে।
বিজয়ের মাসে শহীদ পরিবারের সন্তানদের চাওয়া সব যুদ্ধাপরাধীর বিচার।
জাতীয় রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, ধর্ম, লাইফস্টাইল, বিনোদন, শিক্ষাসহ দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে রাখুন ইটিভি নিউজ চ্যানেল https://goo.gl/LJdbpT
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: