Bengali New Year 1431 Celebration in Dallas | সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন
Автор: Vlog from USA by Quazi Hassan
Загружено: 2024-07-06
Просмотров: 5
Описание:
গত ২১ শে এপ্রিল (২০২৪) টেক্সাস অঙ্গ রাজ্যের ডালাসের সাংস্কৃতিক সংগঠন “বাংলার সংস্কৃতি” বঙ্গাব্দ ১৪৩১ কে স্বাগত জানাতে আয়োজন করেছিল এক মনোমুগ্ধকর অনুষ্ঠান। “দি সাউণ্ড এট সাইপ্রাস ওয়াটারের” ( The Sound at Cypress Water) ‘র উন্মুক্ত প্রাঙ্গনে ও নর্থ লেকের লাগোয়া বিশাল মঞ্চে গান, নাচ ও কবিতা দিয়ে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ বাঙালিরা বসবাস করছে। তারা বিদেশে শুধু জীবিকা নির্বাহ করছে না; দেশের থেকে বয়ে আনা সংস্কৃতিকে পরম যত্নে আগলে রাখার চেষ্টা করছে। বিদেশের মাটিতে তারা বাংলা সংস্কৃতি চর্চার পাশাপাশি নানা দিবস ও উৎসব পালন করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলা নব বর্ষকে স্বাগত জানানোর অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে রীতিমতো দেশের থেকে নামজাদা তারকাদের এনে বিশাল মেলা ও নানাবিধ অনুষ্ঠান হয়। কিন্তু “বাংলার সংস্কৃতি”র আয়োজন হয় ভিন্ন আঙ্গিকে।
একদল শিল্পীর শোভা যাত্রার মধ্যে “বাংলার সংস্কৃতি”র বর্ষ-বরণ ১৪৩১ অনুষ্ঠানের সূত্রপাত হয়। এই শোভা যাত্রা কিছুটা হলেও ঢাকার মঙ্গল শোভা যাত্রার একটা স্বাদ দিলো। শিল্পীরা “এসো হে বৈশাখ, এসো এসো…” গানের তালে তালে মঞ্চে উঠে আসে। সে সময়ে একদল কিশোরীর দলীয় নৃত্য পুরো পরিবেশকে এক অনন্য সাধারণ উচ্চতায় নিয়ে গিয়েছিল। ক্ষণিকেই ফিরে গিয়েছিলাম সেই ফেলা আসা দিনগুলোতে। আমার মানসপটে রমনার বট মূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের দৃশ্য চলে এসেছিল। বলতে গেলে বেশ শিহরিত হয়েছিলাম। মনে হয়েছিল, যদি পৃথিবীতে নতুন বছর থেকে শুধুমাত্র সত্য ও সুন্দর থাকতো , মুছে যেতো সব গ্লানি। পুরো বিশ্ব অগ্নিস্নানে পবিত্র হতো! (মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।” )
ষাটের দশকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিপীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে ১৯৬৭ সালে ছায়ানট বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা করে। “বাংলার সংস্কৃতি” একনিষ্ঠভাবে বর্ষবর্ণের সেই মূলমন্ত্র ধারণ করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছিল। একের পর এক গান, নাচ ও কবিতা আবৃত্তি প্রমাণ করলো একঝাক স্থানীয় শিল্পী বিদেশের মাটিতে মান সম্পন্ন অনুষ্ঠান করতে সক্ষম। যেটা প্রবাসের ব্যস্ত জীবনে প্রবাসী শিল্পীদের বাংলা সংস্কৃতির উপর অকৃত্রিম টানেরই প্রমাণ।
শেষে “বাংলার সংস্কৃতির” পুরো দল ও সহযোগীদের সুন্দর ও শেকড়ের কাছে পৌঁছে দেওয়ার মতো একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্যে উষ্ণ ভালোবাসা জানাচ্ছি।
এসো হে বৈশাখ
কবি - রবীন্দ্রনাথ ঠাকুর
এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: