বস্তায় আদা চাষ পদ্ধতি, পরিচর্যা ও করণীয়। জেএন্ডএ এগ্রো।
Автор: J&A AGRO
Загружено: 2025-09-11
Просмотров: 22
Описание:
বস্তায় আদা চাষ পদ্ধতি, পরিচর্যা ও করণীয়।
আদা খুব সহজেই বস্তায় (প্লাস্টিক ব্যাগে) চাষ করা যায়। কম জায়গায় বেশি ফলনের জন্য এটি একটি জনপ্রিয় পদ্ধতি। নিচে বস্তায় আদা চাষ পদ্ধতি, পরিচর্যা ও করণীয় বিস্তারিত দেওয়া হলো—
🌱 বস্তায় আদা চাষ পদ্ধতি
১. বস্তা নির্বাচন-
শক্ত পলিথিন বা জুটের বস্তা নিন (৫০ কেজি চাল/গমের বস্তা ভালো হয়)।
বস্তার নিচে ও পাশে কয়েকটি ছিদ্র করে দিন, যাতে পানি জমে না থাকে।
২. মাটি প্রস্তুতি-
বাগানের মাটি ৪০%, গোবর/কম্পোস্ট সার ৪০%, বালি ২০% মিশিয়ে নিন।
চাইলে কিছু ছাই ও অল্প পরিমাণ চুন মেশাতে পারেন।
মাটি হালকা ও ঝুরঝুরে হতে হবে।
৩. আদার বীজ (Rhizome)-
রোগমুক্ত ও কচি কোঁড়া যুক্ত আদা বেছে নিন।
প্রতিটি টুকরায় অন্তত ২–৩টি চোখ (কুঁড়ি) থাকবে।
কেটে নেওয়ার পর ১–২ দিন ছায়ায় শুকিয়ে নিতে হবে।
৪. রোপণ-
বস্তার ১/৩ অংশ মাটি ভরে নিন।
আদার টুকরোগুলো ৫–৭ সেমি গভীরে লাগান।
২০–২৫ সেমি দূরত্বে রোপণ করুন।
এরপর মাটির স্তর দিন ও পানি ছিটিয়ে দিন।
🌿 পরিচর্যা-
1. সেচ: মাটি সবসময় আর্দ্র রাখতে হবে, তবে পানি যেন জমে না থাকে। ৭–১০ দিন পরপর হালকা পানি দিন।
2. মাটি ভরাট: গাছ বড় হলে ধীরে ধীরে বস্তায় মাটি ভরে দিতে হবে। এতে কন্দ বড় হবে।
3. আগাছা নিয়ন্ত্রণ: নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে।
4. সার ব্যবস্থাপনা:
৩০–৪০ দিন পর পর জৈব সার (গোবর/ভার্মি কম্পোস্ট) দিতে হবে।
প্রয়োজনে অল্প ইউরিয়া, টিএসপি ও এমওপি মিশিয়ে দিতে পারেন (১০:১৫:১০ অনুপাতে)।
5. রোদ: আদা আধা ছায়াযুক্ত জায়গায় ভালো হয়, প্রচণ্ড রোদে শুকিয়ে যায়।
🛠️ করণীয়-
পোকামাকড় (পাতা খেকো পোকা, থ্রিপস) দমন করতে নিম তেলের স্প্রে ব্যবহার করুন।
পাতায় রোগ (পাতা হলুদ হয়ে যাওয়া বা ঝলসানো) দেখা দিলে ব্লাইটনাশক স্প্রে করতে হবে।
বস্তা সবসময় ছায়াযুক্ত, বাতাস চলাচল করে এমন স্থানে রাখতে হবে।
৭–৮ মাস পর বস্তা ফুঁড়ে আদা সংগ্রহ করতে পারবেন।
ফেসবুক পেজ লিংক:
/ 1ag2cmvf76
ইউটিউব চ্যানেল লিংক:
/ @jandaagro
হোয়াটসঅ্যাপ লিংক:
https://whatsapp.com/channel/0029Vb5C...
X (টুইটার) লিংক:
https://x.com/mjewelislam86?s=09
ইন্সটাগ্রাম লিংক:
/ jewel.islam.585
হিকমাহ পেজ লিংক:
https://hikmah.net/@jandaagro
থ্রেটস্ লিংক:
https://www.threads.com/@jewel.islam.585
ধন্যবাদান্ত-
মোঃ জুয়েল ইসলাম
প্রতিষ্ঠাতা ও পরিচালক
J&A AGRO/ জেএন্ডএ এগ্রো
আরাজী পলাশবাড়ী, কুড়িগ্রাম।
মোবাইল: ০১৭১২-৭৪৪৬৫৬
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: