ভুইলা গেছো সেই দিনের কথা/ ভান্ডারী গান,মুর্শিদী গান,আধ্যাত্মিক গান,বাউল গান,ফকিরি গান,লালন,সুফীসংগীত
Автор: Bangla Folk Song BD
Загружено: 2025-12-25
Просмотров: 1111
Описание:
বাউল মন একটি আধ্যাত্মিক সংগীতের আশ্রয়স্থল—
যেখানে বাউল, লালন, সুফী, ভান্ডারী, মারফতি ও লোকধারার গান হৃদয় ছুঁয়ে যায়।
এই চ্যানেলে আপনি পাবেন—
🎶 বাউল মনের গান
🎶 লালন শাহের দর্শনে অনুপ্রাণিত সংগীত
🎶 সুফী ও মারফতি ভাবধারার আধ্যাত্মিক সঙ্গীত
🎶 আত্মশুদ্ধি, মানবপ্রেম ও ঈশ্বরসাধনার বার্তা
🎶ভান্ডারী
আমাদের লক্ষ্য—
শব্দ ও সুরের মাধ্যমে মানুষের অন্তর জাগানো,
মনকে নিয়ে যাওয়া আত্মার পথে।
যদি আপনি হৃদয় ছোঁয়া আধ্যাত্মিক বাংলা গান ভালোবাসেন—
তবে “বাউল মন” আপনারই চ্যানেল।
📌 নতুন গান পেতে Subscribe করুন
📌 ভালো লাগলে Like, Comment ও Share করুন
#বাউলমন #BaulMon #বাউলগান #লালনগীতি #LalonGeeti #SufiSongBangla #সুফীসংগীত #আধ্যাত্মিকগান #SpiritualBanglaSong #MarfatiGaan #FolkBanglaSong #BangladeshiBaul #MysticSong #BanglaSpiritualMusic #LalonSong #BaulMusic #ভান্ডারী #bhandari #vandari
Lyrics For My ❤️ Lovely Creators (free to use for all)
বন্ধু তুমি ভুইলা গেছো সেই দিনের কথা,
চলতে ফিরতে ব্যাথা পেতে কষ্ট কতো আহা।
খালি পায়ে পথ হেঁটেছিলে, চোখে ছিল ভয়,
আজকে তুমি শক্ত হইয়া ভুলে গেলে সেই সময়।
উপরওয়ালা সবই দেখে, লিখে রাখে খাতা,
অন্যায়ের বোঝা বইতে হয়—ফিরে আসে ব্যথা।
আজ যে আঘাত দুর্বলেরে, শক্ত হাতে দাও,
কাল সে আঘাত ফিরবে তোমার নিজের বুকেও হবে ঘাও।
যে হাত ধরে উঠেছিলে, সে হাত ভুলে গেলে,
অন্যের কান্না দেখেও আজ পাথর হইয়া গেলে।
ক্ষমতার নেশা মানুষরে করে অন্ধ অমানুষ,
মনটা যদি মরে যায় রে, দেহ হয় রে পশু।
উপরওয়ালা সবই দেখে, নীরব তার বিচার,
সময় হলে ফিরিয়ে দেয়, কৃতকর্মের ভার।
মানুষ হয়ে মানুষ মারো—এ কোন ধর্ম ভাই?
হিংসার পথে শান্তি কভু জন্মায় না তাই।
লালন কয়, মানুষ ভজলে, মানুষেই খোদা,
দুর্বলকে যে আঘাত করে, তারে ছাড়ে না সাঁজা।
নিজের ভেতর আয়না রাখো, দেখো মনটা কেমন,
ভালবাসা ছাড়া এই দুনিয়ায় নেই যে আসল ধন।
এখনো সময় আছে বন্ধু, ফিরিয়ে নাও হাত,
দয়ার পথে হাঁটো যদি, মিলবে পরম স্বাদ।
মাটির দেহে অহং রাখিস না বেশি দিন আর,
শেষে সবাই শূন্য হাতে—সাথে শুধু ব্যবহার।
উপরওয়ালা সবই দেখে, মনের ভেতর চায়,
দয়া যার অন্তরে আছে, সেই সত্যিকারের বড় ভাই।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: