$2,500+ আয় করে ফ্রিল্যান্সিং সফলতার গল্প শুনালেন টুইনসফ্টের শিক্ষার্থী তৌহিদুল
Автор: Twoinsoft Training Institute
Загружено: 2022-01-04
Просмотров: 53
Описание:
টুনইসফ্ট থেকে প্রশিক্ষন নিয়ে ফ্রিল্যান্সিং এ $2,500+ আয় করে "সাকসেসফুল ফ্রিল্যান্সার সম্মাননা" অনুষ্ঠানে ফ্রিল্যান্সিং সফলতার গল্প শুনালেন টুইনসফ্টের শিক্ষার্থী লেভেল-২ তৌহিদুল ইসলাম!
প্রত্যেকটি মানুষের মাঝেই সম্ভাবনা থাকে।কারোটা খুব দ্রুত প্রকাশ পায়,আর কারোটা দেরীতে।আপনি যদি মনে করেন আপনি সফল হতে পারছেন না মানেই আপনি শেষ তা কিন্তু নয়। আপনার মাঝে যে অপার সম্ভাবনা রয়েছে, যা করতে আপনার ভালো লাগে সেই কাজটিকে প্রাধান্য দিয়ে আপনি যদি কোন উদ্যোগ গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাকে সফলতার পেছনে ছুটতে হবে না বরং সফলতা নিজেই এসে আপনার কাছে ধরা দিবে।
মোঃতৌহিদুল,এসেছেন নোয়াখালী থেকে,টুইনসফ্ট এর ১৪৭ নং ব্যাচের শিক্ষার্থী,ছিলেন পরিশ্রমী,উদ্দ্যেমী তার মাঝে ছিল হার কে হারিয়ে দেয়ার এক কঠিন মনোবল।টুইনসফ্টের সঠিক প্রশিক্ষনে আন্তর্জাতিক মানেরওয়েব সাইট তৈরি করছেন বিভিন্ন মর্কেটপ্লেসে তৌহিদুল!
দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং শিখার জন্য নির্ভর্যোগ্য প্রতিষ্ঠান খুজতে থাকেন।অবশেষে তিনি খোজ পান টুইনসফ্ট এর।টুইনসফ্টের শিক্ষার্থীদের ফিডব্যাক দেখে তার আগ্রহ টা বেড়ে যায়।তাই তিনি ভর্তি হোন টুইনসফ্ট এ কোর্স শেষ করেই পেয়ে যান ১ম অর্ডার,সেই থেকে তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু।তার এই সফলতায় Web design কোর্সের মেন্টর ইব্রাহীম সুমন এবং তার প্রিয় প্রতষ্ঠান টুইনসফ্ট এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বায়েজিদ!
আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন যে, ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণের ক্ষেত্রে কোন কিছুই বাধা নয় শুধুমাত্র ইচ্ছাশক্তি আর প্রচেষ্টা প্রয়োজন।নাজিমের পথচলার গল্প শুনুন তারই কাছে- তার গল্প আমাদের করেছে অনুপ্রাণিত।টুইনসফ্ট সত্যি গর্বিত এমন প্রতিভাবানদের নিয়ে!
টুইনসফ্ট প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের প্রতিভাকে লালন করে আসছে।সঠিক প্রশিক্ষণে তাদের কে করে তুলেছে ক্যারিয়ার উপযোগী ও সফল ফ্রিল্যান্সার। প্রতিভারা যেন পায় তাদের মেধা,পরিশ্রম এর মূল্যায়ন,
সেই লক্ষ্যে টুইনসফ্ট প্রথমবারের মত আয়োজন করেছিল "সাকসেসফুল ফ্রিল্যান্সার সম্মানা ২০২১"।
একটি আদর্শ প্রতিষ্ঠান বৈশিষ্ঠ্য হলো তাঁর প্রতিষ্ঠানের প্রশিক্ষার্থীদের শুধুমাত্র স্বপ্ন দেখতেই শেখান না বরং স্বপ্নকে সত্যি করতে সহায়তা করেন। টুইনসফ্ট প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নকে সাফল্যে রূপান্তর করার লক্ষ্য নিয়ে। একজন স্টুডেন্ট এর সফল ক্যারিয়ারের স্বপ্ন যেন বাস্তবে রুপ নেয় সেই লক্ষ্যেই আমাদের যাবতীয় কর্মযজ্ঞ।
বেকার থেকে হতাশায় না থেকে বা চাকুরী/পড়ালিখার পাশাপশি টুইনসফ্ট থেকে প্রশিক্ষন নিয়ে অনলাইনে আয় করে আপনি হতে পারেন স্বাবলম্বী, গড়তে পারেন স্মার্ট ক্যারিয়ার।
🏠ঠিকানাঃ ইসহাক প্লাজা,জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ডাক্তার পাড়া মোড়,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী,বিস্তারিতঃ📱01856484954 বা 01817711619
#IELTS #freelancing #freelancing_training_Feni #twoinsoft #webdesign #graphicDesign #digitalMarketing #BTEB #IT #income #Computer_Office_Program
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: