অসুস্থ রাজ্যকে নিয়ে ভারতে পরীমণি । Pori Moni । Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2024-01-18
Просмотров: 2320
Описание:
#পরিমণি #PoriMoni #পরী
বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পরেও সুস্থ না হওয়ায়, চিকিৎসার জন্য ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ছেলে রাজ্যকে নেওয়া হয়েছে ভারতে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
১৭ জানুয়ারি রাতে তিনি জানান, এ দিন বিকেলে পরীমণি তার সন্তানকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় গেছেন। তাদের সঙ্গে আছেন রাজ্যর দীপু মামা। ভিসা জটিলতার কারণে চয়নিকা নিজে পরীমণিদের সঙ্গে যেতে পারেননি বলে জানিয়েছেন এই নির্মাতা।
রাজ্যর শারীরিক অবস্থা প্রসঙ্গে চয়নিকা আরও জানান, পরীর পুরো পরিবার ফুড পয়জনিংয়ের শিকার হয়েছিল। এ ঘটনার ৭ দিন পর এখনও অসুস্থ রয়েছে রাজ্য। তার শরীরে দুইটি ভাইরাস ধরা পড়েছে। সেজন্যই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে গেছেন পরীমণি।
এর আগে ১৪ জানুয়ারি ফেসবুকে এক দীর্ঘ পোস্টে পরী জানিয়েছিলেন, তার নানু বাড়ি বরিশাল থেকে ফেরার পথে কিছু ফল কিনেছিলেন তিনি। ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয়, সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়েই খেয়েছিলেন বাসার সবাই।
অভিনেত্রী আরও জানান, ফল খাওয়ার সময় তাদের সঙ্গে রাজ্যও খুবই অল্প পরিমাণ খেয়েছিল। তারপর থেকেই পরী, রাজ্য, গাড়িচালকসহ তার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ জানুয়ারি রাত থেকে হসপিটালে ভর্তি ছিলেন। সবাই মোটামুটি রিকোভার করলেও রাজ্য তখনও হসপিটালাইজড!
টানা দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও অসুস্থ থাকায়, তাই সন্তানের শারীরিক সুস্থতার জন্য রাজ্যকে নিয়ে কলকাতায় গেলেন পরীমণি।
এদিকে, ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে পরী অভিনীত চলচ্চিত্র ‘কাগজের বউ’। চয়নিকা চৌধুরী পরিচালিত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন ডিএ তায়েব ও পরীমণি। তাদের সঙ্গে দেখা যাবে অভিনেতা মামুনুন ইমনকেও। এই ছবিটির মাধ্যমে বছরের প্রথম সিনেমা হিসেবে পর্দায় দেখা মিলবে এই চিত্রনায়িকার।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: