আবহাওয়ার খবর || বাংলায় আসছে ঘূর্ণিঝড় মন্থা | টানা ৫ দিন ঝড় বৃষ্টি | Cyclone Mantha update today
Автор: Bongo Live
Загружено: 2025-10-26
Просмотров: 2845
Описание:
আবহাওয়ার খবর || বাংলায় আসছে ঘূর্ণিঝড় মন্থা | টানা ৫ দিন ঝড় বৃষ্টি | Cyclone Mantha update today
#আবহাওয়ারখবর
#cyclone_mantha
#ghurnijhor
#ঘূর্ণিঝড়_মান্থা
#abohar
#weatherupdate
#weathernews
#weatherforecas
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। এর প্রভাবে বাংলায় তুমুল ঝড়-বৃষ্টি | উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি।
ঘূর্ণিঝড়টির সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে প্রশাসন ইতিমধ্যেই জরুরি ব্যবস্থা গ্রহণ করছে। উপকূলীয় এলাকায় প্রবল দমকা হাওয়া বইতে পারে এবং সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আগামী কয়েক দিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। এটি ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সময় আনুমানিক ৭টা নাগাদ স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা এর। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ল্যান্ড ফলের দিন, ২৮ অক্টোবর মঙ্গলবার সকাল থেকেই সমুদ্র উত্তাল হতে শুরু করবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখ বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ।দক্ষিণবঙ্গের কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে-- মাঠে পাকা ফসল থাকলে তা সোমবারের মধ্যেই কেটে তুলে নিন। জানানো হয়েছে, ঝড়বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমতে পারে। ওদিকে ভারী বৃষ্টির কারণে পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে।বঙ্গোপসাগরের উপর তীব্র ঘূর্ণিঝড় 'মোন্থা' তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসার সাথে সাথে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপটি প্রতি ঘন্টায় ৭ কিমি বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৪৬০ কিমি, চেন্নাই থেকে ৯৫০ কিমি, বিশাখাপত্তনম থেকে ৯৬০ কিমি, কাকিনাড়া থেকে ৯৭০ কিমি এবং গোপালপুর থেকে ১০৩০ কিমি দূরে। বঙ্গোপসাগরে এই প্রণালী ২৬ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে, ২৭ অক্টোবর সকালের মধ্যে ঘূর্ণিঝড় এবং ২৮ অক্টোবর সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: