বায়োফ্লক প্রশিক্ষণ গ্রহণের পর প্রশিক্ষণার্থীর মতামত | Biofloc in Bangladesh
Автор: Aquaculture Skill Development & Research Center
Загружено: 2019-10-21
Просмотров: 345
Описание:
ইতিমধ্যে আপনারা জেনেছেন ফিশ বিজ্ঞান ইন্ডিয়া'র এডুকেশনাল পার্টনার, বায়োফ্লক স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বায়োফ্লক বিশেষজ্ঞ জনাব আফতাব আলম প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে সাধারণ প্রশিক্ষণার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করেন দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ। তারই কিছু অংশ ভিডিওতে তুলে ধরা হলো। খুব শীঘ্রই নতুন প্রশিক্ষণ কর্মসূচী ঘোষণা করা হবে।
আপডেট:
তুন প্রশিক্ষণ কর্মসূচী- ১ম ব্যাচঃ ২২-১১-২০১৯ ও ২৩-১১-২০১৯, ২য় ব্যাচঃ ২৪-১১-২০১৯ ও ২৫-১১-২০১৯ এবং ৩য় ব্যাচঃ ২৭-১১-২০১৯ ও ২৮-১১-২০১৯ইং তারিখে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রশিক্ষণার্থীদের উক্ত কর্মশালায় অংশগ্রহণের লক্ষ্যে আগামী ১৫/১১/২০১৯ইং তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। সরাসরি অথবা অনলাইনের রেজিষ্ট্রেশন করার সুবিধা রয়েছে। ঠিকানাঃ বাড়ী নং- ৫০১ (সাদী প্যালেস), পশ্চিম শেওড়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন, মিরপুর, ঢাকা-১২১৬। অনলাইনে রেজিষ্ট্রেশন করার লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেয়া রয়েছে। প্রয়োজনে কল করুনঃ ০১৯১৪-০৭৩৩৩৯, ০১৬৩৫-০২৯২০১।
অনলাইন রেজিষ্ট্রেশন ফর্ম (লিংকে ক্লিক করুন): https://bit.ly/2BcVzLm
(অনলাইনে রেজিষ্ট্রেশন করার পূর্বে অবশ্যই ফোনে যোগাযোগ করে নিতে হবে)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: