পঞ্চগড় সদর ইউনিয়নে ঘটে গেল লাশ দাফন নিয়ে করুন বিতর্ক ঘটনা
Автор: সমাজের চিত্র টিভি
Загружено: 2025-11-12
Просмотров: 4
Описание:
পঞ্চগড় সদর ইউনিয়নে ঘটে গেল লাশ দাফন নিয়ে করুন বিতর্ক ঘটনা ,
তোতা মিয়া পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় সদর ইউনিয়নের বলেহাঁ পাড়া গ্ৰামে গত কাল মাজার ভক্ত আনিসুর রহমান মারা গেলে তার লাশ নিয়ে এলাকায় শুরু হয় নানান জল্পনা কল্পনা। সেরেজমিনে গিয়ে জানা যায় আনিসুর রহমান, ছিলেন মাজার ভক্ত মৃত্যুর পূর্বে তার ভক্ত ও পরিবারের লোকজনদের বলে গেছেন তিনি মারা গেলে তার লাশ ঘরের পাশে দাফন করে মাজার তৈরি করার কথা। তার কথামতো গতকাল আনিসুর রহমান মৃত্যুবরণ করলে তার ঘরের পাশে কবর খনন করেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নজরে আসলে তারা বিভিন্ন মহলকে জানান। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। ছুটে আসেন শরীয়ত প্রেমী ইসলামী প্ ছাত্রশিবির ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। তারা এসে ঘরের পাশে লাশ দাফন বন্ধ করে দেয়। এই চাঞ্চললোকর ঘটনার কথা শুনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে আনিসুর রহমানের বাসায় ভিড় জমাতে থাকে। এ সময় ইসলামী সংগঠনের ব্যক্তিরা বলেন এখানে আনিসুর রহমানের লাশ দাফন করলে ভবিষ্যতে তারা এটাকে মাজার বানিয়ে এখানে শেরেকি কার্যকলাপ চালাতে থাকবে এবিষয়ে মৃত আনিসুর রহমান এর পুত্র তুফান আলী আজাদ, বলেন আমার বাবা মৃত্যুর পূর্বে আমাদেরকে বলে গিয়েছিল তার ঘরের পাশে তাকে দাফন করার কথা তাই আমরা দাফন করছি কোন মাজার আমরা করবো না। অন্যদিকে ইসলাম প্রেমীরা বলেন আমরা এখানে আনিসুর রহমানের মরদেহ দাফন করতে দিব না। আমাদের এলাকার দুই পাশে বড় বড় দুইটি গোরস্থান আছে সেখানে তারা লাশ দাফন করুক সকল সহযোগিতা আমরা করব। ঘটনাস্থলে পঞ্চগড় সদর থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিল কিন্তু এ বিষয়ে তারা কোন বক্তব্য দিতে চান না। #hindisong #hindis #hindison #newschannel #youtubeshor #youtubeshorts #hindiso #বাংলাদেশ #যশোরী
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: