ব্যাংকের তারল্য সংকট; বিএনপির নয়া গুজব
Автор: Sylhet Somachar
Загружено: 2022-11-15
Просмотров: 429
Описание:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক গুজব ছড়াচ্ছে একটি মহল। তারা বলছে, দেশের বিভিন্ন ব্যাংক দেউলিয়ার হওয়ার পথে- যা সম্পূর্ণ মিথ্যা।
খোঁজ নিয়ে জানা যায়, দলীয় হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের গুজব চালায়। যার প্রমাণ পাওয়া গেছে জামায়াতের বাঁশেরকেল্লা, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও বিএনপি জামায়াত নিয়ন্ত্রিত বেশ কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ব্যাপক প্রচারণার জন্য বুস্টও করা হয়েছে বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
গুজবের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসামাত্রই জনস্বার্থে বিজ্ঞপ্তি প্রকাশ করে। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সাঈদা খানম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সঙ্কট নেই। দেশের ব্যাংকব্যবস্থায় অতিরিক্ত ১ লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা তারল্য রয়েছে।’
করোনা মাহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিদ্যমান ডলার সংকটসহ অর্থনৈতিক চাপ সব দেশেই পড়েছে। বিষয়টিকে পূঁজি করে দেশবিরোধী অপশক্তি তথা বিএনপি-জামায়াত অপপ্রচারে লিপ্ত হয়।
এসব অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক বলছে, স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। ভবিষ্যতেও হবে না। জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদে রয়েছে। তাই কোনো ষড়যন্ত্রমূলক খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
sylhet somachar is providing information and news of Sylhet and national.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: