Rajniti by Different Touch - (ডিফারেন্ট টাচ -রাজনীতি)
Автор: OLD Band Song
Загружено: 2018-10-05
Просмотров: 9530
Описание:
শিরোনামঃ রাজনীতি
ভোকালঃ মিসবাহ
ব্যান্ডঃ ডিফারেন্ট টাচ
অ্যালবামঃ শ্রাবনের মেঘ
হাল জামানার রাজনীতি ভাই করতাছি যে আমরা সবাই
পেছন পকেট সদাই গরম গলা বাজির আছে যে সায়
আছে যে সায়(২)
এ মন হায়
একবার দুইবার নেতা হইতে চায়(২)
শুনছি নাকি নেতারা সব এয়ারকন্ডিশন খায়
এ মন হায়
একবার দুইবার নেতা হইতে চায়
হরতাল মিছিল চালাইয়া যাও, রিকশা গাড়ি ভাইঙ্গা ফালাও
পেছন পেছন আছি আমি, কোন কিছুর ভরসা নাই
ভরসা নাই(২)
বিশ্রামেতে যাইয়া নেতা স্বপ্নে চোখ ভুলায়
বঙ্গভবন যাইতে নেতা মার্সিডিজ চালায়
বাইরে গরম চলতে আছে, সেখানে ছাড় নাই
মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকাই।
বড় সাধ,
একবার আমি মিনিস্টার হব(২)
মিনিস্টারই না পাইলেও এমপি হব।
বড় সাধ,
একবার আমি মিনিস্টার হব
ইলেকশনে দাঁড়াইবেন ভাই শিক্ষাগত যোগ্যতা চাই
প্রাইমারি পাশ না হইলে স্যার হইয়া যাইবেন ডিস-কোয়ালিফাই
ডিস-কোয়ালিফাই(২)
দেশের সেবা করব বলে, দাড়াইছি ভাই দলে দলে
খুন খারাবি দোষ তাতে কি? রায়টা আমার পক্ষে যে চাই
পক্ষে যে চাই
গণপতি কবে হব, সুইস ব্যাঙ্কে নোট জমাব
হর হামেশা চিন্তা শুধু বিনা লাভে দিন বুঝি যায়
দিন বুঝি যায়
এবার কন,
কার কি মনে চায় একটা বার হুনতাম(২)
কপাল গুনে যদি দেশের গদিটা পাইতাম
এবার কন,
কার কি মনে চায় একটা বার হুনতাম
একশ কথার এক কথা ভাই, বলতে মোদের দোষ কিছু নাই
ভক্তি আছে যেমন তেমন, কাম করনের নাইকো বালাই
নাইকো বালাই(২)
ঝড় বন্যাতে ভাইসা গেছে, বৈদেশি ডলার আইসাছে
ডুব দিয়াছে কোন গুদামে, আমরা কিন্তু কিছু দেহি নাই
কিছু দেহি নাই
দুঃখে মোদের দিন কাটেযে, এই বিভাগে নাই কিছু নাই
খুলনাবাসির ভার্সিটিকি এই জনমে হইবে জিগাই
হইবে জিগাই
বিচার নাই,
এই দেশেতে তোমরা সবে গাই (২)
আমরিকাতে যাব মোরা ইমিগ্রেশন চাই
বিচার নাই,
এই দেশেতে তোমরা সবে গাই (২)
আমরিকাতে যাব মোরা ইমিগ্রেশন চাই…………
Share this:
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: