Chingri Waterfall।।চিংড়ি ঝর্ণা। Rijuk Waterfall ।রিজুক ঝর্ণা। Ruma part-2। Free Verse।
Автор: Free Verse
Загружено: 2021-08-30
Просмотров: 839
Описание:
ঋজুক ঝর্ণা
বান্দরবান জেলা সদর থেকে ৬৬ কিলোমিটার এবং রুমা বাজার থেকে ৫ কিলোমিটার দূরে সাঙ্গু নদীর পাড়ে ঋজুক ঝর্ণা (Rijuk Waterfall) অবস্থিত। নদীপথে রুমা বাজার থেকে থানছি যাওয়ার সময় এই চির তরুণ ঋজুক ঝর্ণার দর্শন মিলে। মার্মা ভাষায় এই ঝর্ণার নাম রী স্বং স্বং। প্রায় ৩০০ ফুট উচু পাহাড় হতে সারা বছর জলধারা বয়ে চলে। আর বর্ষায় স্রোতের তোড় এত বৃদ্ধি পায় যে তখন জলপ্রপাতের কাছে ঘেঁষতে বড় ইঞ্জিনের নৌকা নিয়েও রীতিমত হিমশিম খেতে হয়। বছরজুড়ে বহমান জলের ধারা আর চারপাশের আদিম বুনো সবুজের সৌন্দর্য ঋজুক ঝর্ণাকে দিয়েছে প্রকৃতির এক অপার্থিব নির্মলতা।
চিংড়ি ঝর্ণা
চট্টগ্রাম থেকে পাহাড়ীকন্যা বান্দরবান ৯২ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ৪৪৭৯ বর্গ কিলোমিটার আয়তনের পাহাড়ীকন্যা বান্দরবানে পাহাড় ছাড়াও রয়েছে অসংখ্য ছোট বড় ঝর্ণা। তেমনি অপরূপ সুন্দর একটি ঝর্ণা হচ্ছে চিংড়ি ঝর্ণা (Chingri Jhorna)। এই ঝর্ণায় এক সময় প্রচুর চিংড়ি পাওয়া যেত বলেই ঝর্ণার এমন নামকরণ। বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে ৩০-৪০ মিনিট হাটলে চিংড়ি ঝর্ণার দেখা পাবেন।
Bogalake Ruma part -1 video link: • Bogalake । বগালেক। Ruma । রুমা। Part -1। ...
Pagelink: / freeversepage
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: