মমতাদি | মানিক বন্দ্যোপাধ্যায় | Momotadi | Manik Bandopadhyay | Class | Nine | Ten | SSC
Автор: School's Out
Загружено: 2023-06-13
Просмотров: 62168
Описание:
পাঠ পরিচিতিঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ (১৯ক্ত৯) গ্রে ন্থর অন্তর্ভুক্ত ‘মমতাদি’ গল্প। এই গল্পে গৃহ কর্মে নিয়োজিত মানুষের প্রতমিানবিক আচরণ করার দিকটি প্রাধান্য পেয়েছে। স্কুল পড়-য়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে এক গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়। তাকে নিজের বাড়ির একজন বলে মনে করে ছেলেটি। মমতাদির সংসারে অভাব বলেই মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। এই আত্মমর্যা দাবোধ তার সবসময়ই সমুন œত ছিল। সে নিজে যেমন আদর ও সম্মান প্রত ্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ও ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুল পড়-য়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়ন করে মমতাদি। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়ায় স্কুল পড়-য়া ঐ ছেলে ও তার পরিবার। প্রকৃতপক্ষে, আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যর্পূণ সম্র্পূক স্থাপন করা জরুরি। আত্মসম্মানবোধ তাদেরও আছে। এই বোধকে মান্য করলে তারাও গৃহেস্থর পরিবারকে নিজ পরিবার হিসেবে গণ্য করবেন।
#ssc #bangla1stpapergoddo #momotadi #sscbangla #banglagoddo #bangla #manikbandyopadhyay #এসএসসি #বাংলা১মপত্র #গদ্য #মমতাদি #এসএসসি #বাংলাগদ্য #মমতাদি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: