এক যুগ পর সমানে সমানে সজল ও পূজা ১২ বছর পর আবারো আসছে সজল পুজা জ্বীন সিনেমা নিয়ে Rose Day News
Автор: Rose Day News
Загружено: 2023-04-08
Просмотров: 804
Описание:
এক যুগ পর সমানে সমানে সজল ও পূজা ১২ বছর পর আবারো আসছে সজল পুজা জ্বীন সিনেমা নিয়ে Rose Day News
#Sojol_Puja
#puja_chery
নিয়মিত কাজের বাইরে ছবির প্রচারে ব্যস্ত সময় কাটছে সজল ও পূজার। পত্রিকার ফটোশুট থেকে টেলিভিশনের অনুষ্ঠান; ইউটিউব ও ফেসবুক লাইভেও দেখা মিলছে তাঁদের। এই জুটির দুই
প্রথম সিনেমা বলে কথা, প্রচারণায় কমতি রাখছেন না তাঁরা। গত বুধবার প্রথম আলো কার্যালয়ে সিনেমাটি নিয়ে কথা বলেছেন সজল–পূজা।
বয়সের ব্যবধান ভেঙে দুজনের মধ্যে চমৎকার একটা সম্পর্ক গড়ে উঠেছে। পূজা বললেন, ‘সজল ভাই তো অসাধারণ একজন মানুষ।’ এদিকে সজল বললেন, পূজা এককথায় ব্রিলিয়ান্ট।
এটি সজল-পূজার প্রথম সিনেমা; এর আগে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। এক যুগ আগের সে নাটকের নাম মনে করতে না পারলেও এটুকু জানিয়ে রাখলেন, নাটকটি আনিসুল হকের গল্পে তৈরি। এই নাটকে পূজা শিশুশিল্পী আর সজল পরিণত বয়সের একজন অভিনয়শিল্পী।
সিনেমাটি নিয়ে পূজা বললেন, ‘ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালো লাগা ছিল। বিভিন্ন সময় তা বলেছিও। এবার ঈদে সেই ভালো লাগার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমি ভীষণ খুশি, আমার এটা স্বপ্নপূরণও।’
দুই বছর আগে ছবির গল্প শোনানোর সময় পূজাকে জানানো হয়, সিনেমায় তাঁর বিপরীতে কাজ করবেন সজল। সেদিনের কথা প্রসঙ্গে পূজা বললেন, ‘আমি না গল্পটা শুনতে শুনতে ভাবছিলাম, সজল ভাই এই চরিত্রের জন্য একদম পারফেক্ট। চোখের সামনে তিনিই ভাসছিলেন। অন্য কেউ হলে মানাতও না।’
শিশুশিল্পীর পরিচয় ছাপিয়ে সজলের বিপরীতে নায়িকার চরিত্র ধারণে মোটেই বিচলিত ছিলেন না বলে জানালেন পূজা। তাঁর মতে, ‘সজল ভাই নিজেকে ধরে রেখেছেন। আমিও শিশুশিল্পী থেকে বড় হয়ে তাঁর বিপরীতে নায়িকা হতে পারছি—এটা দুজনেরই কৃতিত্ব।’ এসব বাঁকা চোখে দেখার কিছুই না বলেও জানিয়ে রাখলেন এই অভিনয়শিল্পী।
সিনেমার কাজ করতে গিয়ে দুজনের বোঝাপড়াও দারুণ হয়েছে বলে জানালেন সজল। সজলের ভাষ্যে, ‘পূজা ভীষণ প্রতিভাবান। শুটিংয়ের সময়েই পূজার ‘পোড়ামন টু’, ‘দহন’, ‘প্রেম আমার টু’ দেখি। ওর অভিনয় দেখে পর্দায় চোখ আটকে যায়। অনেক পরিণত অভিনয় মনে হয়েছে। পূজা শতভাগ দিয়েই অভিনয় করেছে।’
সজল বললেন, ‘প্রথম দৃশ্যের শুটিংয়ে কোনোভাবে মনে হয়নি, আমি ও পূজা এবারই প্রথম কাজ করছি। পরিচালক আমাদের দৃশ্য বুঝিয়ে দিতেন, খুব বেশি মহড়া ছাড়াও
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: