জুলাই মানে আগুন।জুলাই বিপ্লব গান। দেশাত্মবোধক গান। ছাত্র আন্দোলন।July revolution song।স্বাধীনতার গান
Автор: Saiful Academy
Загружено: 2025-07-02
Просмотров: 344
Описание:
🔥 জুলাইয়ের চেতনায় জেগে ওঠো | দেশপ্রেমে ভরা নতুন দেশাত্মবোধক গান | July Revolution Song 2024
"জুলাই জেগে আছে" | নতুন বাংলা দেশাত্মবোধক গান | Bangladesh Patriotic Song 2024
"জুলাই মানে লড়াই!"
"দেশপ্রেমে গর্জে ওঠো!"
"ভুলে যেও না জুলাই!"
"এই গানে আছে বিপ্লবের আগুন!"
লিরিক্সঃ
জুলাই মানে আগুন,
জুলাই মানে রাজপথের গর্জন।
জুলাই মানে সাহস
যে সাহসে, জেগে ওঠে একটা দেশ।
ক্যাম্পাসে উঠে ডাক, ছাত্র-জনতা এক,
লাঠির সামনে ঠেকে না, কখনও ন্যায়ের পথ। ওওও
বুকে লাল সবুজ, চোখে আগুনের জ্বালা,
স্লোগানে কাঁপে শহর, জেগে ওঠে বাংলার চালা।
জুলাই জেগে আছে, জ্বলে ইতিহাসে,
সত্যের মশাল হাতে, হাঁটি আলোর আশায়।
কে বলে মুছে যাবে, রক্তে লেখা নাম?
আমরা তার উত্তর ,আমরাই বাংলার প্রাণ!
ভুলে যেতে চায় যারা গৌরবের সেই দিন,
তাদের জন্য আজও প্রস্তুত, আমাদের প্রতিবাদ।
তুমি আমি একসাথে, মোবাইল, মাইক, মিডিয়া, ওওও
দুনিয়ায় পৌঁছে দিই, বাঙালির আকুল হিয়া।
তাদের মুখোশ খুলে দাও, যারা সত্যে ভয় পায়,
ইতিহাস বিক্রি করে, চেতনায় ঢেকে যায়।
জুলাইয়ের আগুনে পোড়ে মিথ্যার শৃঙ্খল,
একটা দেশ জেগে উঠে, গেয়ে উঠে গান-ধ্বনি-আত্মবল।
নতুন প্রজন্ম জেনে রাখো, এই দেশ আমাদের,
আলো-অন্ধকার পেরিয়ে গড়ব আলোকযুগ আবার।
শিক্ষা, সাহস, ঐক্যে চলবো পথ নির্ভীক,
জুলাইয়ের শক্তি নিয়েই গাই বিজয়ের সংগীত। ওওও
জুলাই জেগে আছে, দেবে না হাল,
বিপ্লবের সে আগুন বাঁচায় জাতির মান।
আমরা তার গল্প, আমরা তার শপথ,
বাংলাদেশ মানেই জেগে থাকা জুলাইয়ের রক্ত।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: