মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের সকল খুঁটিনাটি ১ ভিডিওতেই | Mirinja Valley | Lama | Bandarban tourist place
Автор: The Riyad
Загружено: 2024-10-29
Просмотров: 52798
                Описание:
                    Title : মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের সকল খুঁটিনাটি ১ ভিডিওতেই | Mirinja Valley | Lama | Bandarban tourist place
#bandarban #mirinja_valley #dhaka_to_mirinja_valley
মাত্র ২২৫০ টাকায় ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ :
ঢাকা থেকে চট্টগ্রাম স্টেশন পর্যন্ত আমারা ট্রেনে গিয়েছিলাম মহানগর এক্সপ্রেস ট্রেন এ করে । ভাড়া লেগেছিলো ৪২৫ টাকা প্রতি জন | তবে চাইলে আপনারা বাস এ করেও চিটাগং যেতে পারবেন বা সরাসরি চকরিয়া পর্যন্ত যেতে পারবেন । সেক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি লাগবে । চট্টগ্রামে স্টেশন এ নেমে আমরা চলে আসছিলাম নতুন ব্রিজ এ । অটো তে বা সিএনজি তে গেলে খরচ হবে ১৫ টাকা প্রতিজনে । নতুন ব্রিজ থেকে চকরিয়া যাউয়ার বাস বা সিএনজি বা মাইক্রো গাড়ি পেয়ে যাবেন ভাড়া পড়বে প্রতি জন ১৫০ টাকা করে । যেতে সময় লাগবে ১-১.৩০ মিনিট । চকরিয়া থেকে লামা যাওয়ার চাঁদের গাড়ি বা বাস সার্ভিস পেয়ে যাবেন । ভাড়া পড়বে প্রতি জনে ৬০ টাকা করে | লামা বাজার এর কিছু দূর আগেই মিরিঞ্জা ভ্যালির রাস্তা । মিরিঞ্জা ভ্যালি রাস্তা থেকে ১০ মিনিটের ট্রেকিং রুট । 
মিরিঞ্জা ভ্যালি তে হাতে গোনা ৬/৭ টি রিসোর্ট আছে । আমারা যে রিসোর্ট টায় ছিলাম সেইটা ( মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্ট) রিসোর্ট এর মোবাইল নাম্বার: 01317657844 ও 01845240928 ।
আমার কাছে উনাদের ব্যবহার পার্সোনালি খুবই ভালো লেগেছিলো । আশা করি আপনাদের ও ভালোই লাগবে । 
আমরা ডেঞ্জার হিল রিসোর্ট এর একটি জুমঘর নিয়েছিলাম । প্রতি জুম ঘরের ভাড়া ২০০০ টাকা করে । একটি জুম ঘরে ১০ জনের বেশিও থাকা যায় । 
মিরিঞ্জা ভ্যালি ভূপৃষ্ঠ থেকে ১৭০০ ফিট উপরে হওয়ায় খাবারের দাম কিছুটা বেশি হলেও আমরা আমাদের রিসোর্ট এর ৪ বেলার খাবার এর প্যাকেজ টি নিয়েছিলাম যার মূল্য প্রতি জনের ৭৫০ টাকা । এই প্যাকেজ এর মধ্যে দুপুরের খাবার,বিকালের নাস্তা,রাতের BBQ এবং সকালের খাবার । খাবার এর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো । 
আপনাদের যদি এর বাহির এ কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন । আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ                
                
Повторяем попытку...
 
                Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                Информация по загрузке: