“দ্বীনি শিক্ষাই সন্তানের প্রকৃত যোগ্যতা—এই শিক্ষা দেয় আল্লাহভীরু মা।”
Автор: সত্যের সফর
Загружено: 2025-11-28
Просмотров: 193
Описание:
আল্লাহভীরু মা তার সন্তানকে শুধু দুনিয়াবি বিদ্যার পথে এগিয়ে দেন না; তিনি প্রথমে শেখান কোনটি আসল যোগ্যতা, কোন জ্ঞান মানুষকে প্রকৃত মানুষ বানায়। তার হৃদয়ে আল্লাহর ভয় ও তাকওয়া থাকায় তিনি জানেন—সন্তান ধন-সম্পদ, উচ্চপদ বা বাহ্যিক সাফল্যের চেয়েও বেশি প্রয়োজন সত্য-অসত্যের পার্থক্য বোঝা, সৎ পথে চলা এবং ধর্মীয় দায়িত্ব পালন করা। তাই তিনি ভালোবাসার কোমল হাতে সন্তানের অন্তরে প্রোথিত করেন দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও আদর্শের বীজ।
এই আল্লাহভীরু মায়ের শিক্ষা সন্তানকে শুধু সফলই করে না—তাকে একজন চরিত্রবান, সৎ, মানবিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলে। তাঁর চোখে সন্তানের প্রকৃত যোগ্যতা হলো দ্বীনি শিক্ষা, যা দুনিয়া ও আখিরাতের উভয় পথকে আলোকিত করে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: