করতোয়া নদীতে ফুটেছে শরতের শোভন কাশফুল
Автор: Polli News
Загружено: 2018-09-26
Просмотров: 43
Описание:
মো ময়নুল হোসাইন :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া-ফুলজোড় নদীতে ফুটেছে শরতের শোভন কাশফুল। উতলা বাতাসে দুলছে শুভ্রতো আর আকাশ আমাদেও প্রান, প্রকৃতির শোভন কাশ ফুল কাব্যে স্থান পেয়েছে হাজার ও প্রকৃতি প্রেমী মানুষের কাছে। ষড় রিতুর বাংলাদেশে পহেলা ভাদ্র থেকে শরতের সুচনা। নীল আকাশে চলছে সাদা মেঘের আনাগোনা। এমন প্রকৃতির দৃশ্য ভেসে উঠেছে উল্লাপাড়া উপজেলার করতোয়া,ফুলজোড়, নদীর চরাঞ্চলে। যেন ঢেকে গেছে কাশফুলের ছায়ায়। প্রিয় শরতের রং রুপে প্রতিদিন দূর দূরান্ত থেকে আশা দর্শনার্থীরা ছুটে আশে এখানে। কবি ও শিল্পগন শত গান কবিতায় স¦াগত জানিয়ে রবীন্দ্রনাথ রচনা করেছেন কথামালা, আমরা বেধেছি কাশের গুচ্ছ,গেথেছি শেফালী মালা,নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা। উল্লাপাড়ায় নদীর কূল হতে প্রান্তওে মাঠে ময়দানে সবখানে গ্রাম তো বটেই, আকাশেও সুন্দর নীল মেঘর গুচ্ছ ভাসে মৃদুমন্দ হাওয়ায়। শরতে শুধু প্রকৃতি বদলায় না, মানুষের মনও বদলায় আর মনের পরিবর্তনের কথা এমন কাশফুল দেখলেই গড়গড় করে বেরিয়ে যায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: