উদ্যেক্তারা কোথায় পাবেন কাঁচের বৈয়াম, প্লাস্টিকের বৈয়াম ইত্যাদী ?
Автор: Chapai Mango
Загружено: 2020-12-26
Просмотров: 14172
Описание:
আমি যখন নতূন উদ্যেক্তা ছিলাম তখন এই সমস্যাই পরেছিলাম তাই আমি এই ভিডিও করবার সিদ্ধন্ত নি যেনো নতূনরা আমার দ্বারা উপকৃত হয়।
’চাঁপাই ম্যাংগো’ চাঁপাইনবাবগঞ্জ জেলার জগৎবিখ্যাত আম নিয়ে কাজ করছে। মূলত আম ব্যবসা থেকে পরবর্তীতে আম প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও বাজারজাত শুরু। এটি একটি ফ্যামিলি বেইজড প্রতিষ্ঠান। পরিবারের সবাই এর কর্মী আবার উদ্যেক্তা। তাই আমাদের খাবার গুলোই পাবেন বাড়ীর স্বাদ। আমরা নিজস্ব চাষকৃত আম, আমের আচার, আমস্বত্ত, আমচূর ইত্যাদি দিয়ে শুরু করেছিলাম পরবর্তীতে জলপাই আচার, চালতা আচার, মিষ্টি বরই আচার, তেঁতুল আচার, রসুন আচার, বরই তেঁতুল মিক্সড আচার, রসুন তেঁতুল মিক্সড আচার, শুকনো মরিচ তেঁতুল মিক্সড আচার, খেঁজুর আচার, কদবেল আচার, কিসমিস আচার, আমলকির আচার ইত্যাদি আচারগুলো যুক্ত করি। মূলত আম দিয়ে পরিচিতি লাভ করলেও বর্তমানে আমরা ‘আচার দিয়েই’ নিজেদের সুনাম অর্জন করেছি। আমরা সাধারণ বেশ কয়েকটি পদ্ধতিতে আমাদের উৎপাদিত আচারগুলো সের করিঃ-
১। কুরিয়ার সেল
২। নতূন উদ্যেক্তাদের পাইকারী রেটে কেজি দরে আচার বিক্রয় করি অর্থাৎ রিসেলারদের নিকট আচার বিক্রয় করে থাকি।
৩। দেশের বিভীন্ন জেলায় কিছু দোকান রয়েছে যারা আমাদের আচারগুলো নিয়ে থাকে।
৪। বাংলাদেশের বৃহত্তম আম উৎপাদন এলাকা এবং আমের সর্বোবৃহৎ পাইকারী বাজার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে আমাদের একটি দোকান রয়েছে সেখান থেকে সরাসরি ভোক্তাদের নিকট বিক্রয় করি। আগামীতে রাজশাহী এবং ঢাকা শহরে নিজস্ব শো-রুম দেবার ইচ্ছে রয়েছে।
৫। দেশের বিভীন্ন জেলায় অনুষ্ঠিত এসএমই এবং বাণিজ্য মেলায় আমরা অংশ নি। ইতিমধ্যে আমরা সিলেট, কক্সবাজারের রামু, বগুড়া, নাটোর, রাজশাহী জেলার মেলাগুলোই অংশ নিয়েছি। আমাদের ২টি টিম রয়েছে যারা ১২ মাস মেলায় ষ্টল করে আচার বিক্রয় করে।
ধন্যবাদান্তে-
‘চাঁপাই ম্যাংগো’ পরিবার
প্রয়োজনেঃ-০১৯০৪-৩৪৪৬২৪/০১৭৩২-৩৩১৫১৬
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: